জি বাংলার (Zee Bangla) ফার্স্ট গার্ল জগদ্ধাত্রী (jagadhatri)। বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে থাকার পর চলতি সপ্তাহেই টিআরপি তালিকায় প্রথম প্রথম স্থানে জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী। এই মুহূর্তে ধারাবাহিকে চলছে সাংভীর (Sangbhi) বিয়ের পর্ব। আর সাংভীর বিয়ের আবহেই আরও একবার সেরা হয়েছে জগদ্ধাত্রী। তাই এই খুশির মুহূর্তে ঠিক কতটা উচ্ছসিত সাংভী অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য (Prarona Bhattacharjee)?
সে কথা জানতেই সম্প্রতি নিউজ ১৮ বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল এই অভিনেত্রীর সাথে। এ বিষয়ে প্রেরণা জানিয়েছেন সাংভীর বিয়ের কারণে শুধুমাত্র জগদ্ধাত্রী বেঙ্গল টপার হয়নি। এর আগেও যখন সাংভীর বিয়ে দেখানো হয়নি তখনও একাধিকবার বেঙ্গল টপারের শিরোপা উঠেছে জগদ্ধাত্রীর মুকুটে।
অভিনেত্রী মনে করেন এই মেগার লেখক প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তীর অসাধারণ লেখনি থেকে শুরু করে নানারকম টুইস্ট সবকিছুর জন্যই জগদ্ধাত্রী মন জয় করে নিয়েছে সকলের। তাই সিরিয়ালটি দর্শকদেরও যেমন দেখতে ভালো লাগছে তেমনি একজন অভিনেত্রী হিসেবে এই চরিত্রটা করতে বেশ ভালো লাগছে বলে জানিয়েছেন প্রেরণা।
দর্শকদের থেকে পাওয়া ভালবাসাকে প্রাপ্তি বলে জানিয়েছেন অভিনেত্রী। বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় এই অভিনেত্রী একসময় অভিনয় করেছেন ভালবাসা ডট কম,থেকে শুরু করে খুকুমণি হোম ডেলিভারির মত বেশ কিছু জনপ্রিয় মেগা সিরিয়ালে। তবে অভিনেত্রীর অভিনয় জীবনের শুরুটা হয়েছিল যীশু দাশগুপ্তের ‘ভোরের খুব কাছে’ ধারাবাহিকের নায়িকা হয়েই।
তবে বর্তমানে নায়িকা নয় বরং বেশিরভাগ ক্ষেত্রেই পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় প্রেরণাকে। তাই এদিন অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল বর্তমানে নায়িকা হতে না পেরে তাঁর কোনো খারাপ লাগা আছে কিনা? উত্তরে কোন রাখঢাক না রেখেই অভিনেত্রী জানান ‘একটু তো খারাপ লাগা আছেই। কারণ আমাদের মত বয়স যাদের তাদের এখন আর নায়িকার চরিত্রে ভাবা হয় না’।
সেইসাথে অভিনেত্রীর সংযোজন ‘আমাদের থেকে কমবয়সিদের নায়িকা হিসেবে নির্বাচন করা হয়। মেগার আগের রিসার্চ অনুযায়ী দর্শকরা নাকি এমটাই ভালবাসেন’। তবে অভিনেত্রী আশাবাদী অবস্থার পরিবর্তন একদিন হবেই। এছাড়া এদিন প্রেরণা বলেন ‘চাইলে হয়তো নায়িকা চরিত্রের জন্য আমি অপেক্ষা করতে পারতাম। কিন্তু আমি সেটা করিনি। কারণ আমি বিভিন্ন চরিত্রে নিজেকে দেখতে চেয়েছি। নায়িকা নয় বরং একজন অভিনেত্রী হয়ে উঠতে চেয়েছি।’