• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খারাপ তো লাগেই! নায়িকা থেকে সোজা পার্শ্ব চরিত্রে অভিনয় প্রসঙ্গে বিস্ফোরক জগদ্ধাত্রীর সাংভী

Published on:

Zee Bangla Jagaddhatri Actress Priyanka Bhattacharya talks about her experience in serial industry

জি বাংলার (Zee Bangla) ফার্স্ট গার্ল জগদ্ধাত্রী (jagadhatri)। বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে থাকার পর চলতি সপ্তাহেই টিআরপি তালিকায় প্রথম প্রথম স্থানে জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী। এই মুহূর্তে ধারাবাহিকে চলছে সাংভীর (Sangbhi) বিয়ের পর্ব। আর সাংভীর বিয়ের আবহেই আরও একবার সেরা হয়েছে জগদ্ধাত্রী। তাই এই খুশির মুহূর্তে ঠিক কতটা উচ্ছসিত সাংভী অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য (Prarona Bhattacharjee)?

সে কথা জানতেই সম্প্রতি নিউজ ১৮ বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল এই অভিনেত্রীর সাথে। এ বিষয়ে প্রেরণা জানিয়েছেন সাংভীর বিয়ের কারণে শুধুমাত্র জগদ্ধাত্রী বেঙ্গল টপার হয়নি। এর আগেও যখন সাংভীর বিয়ে দেখানো হয়নি তখনও একাধিকবার বেঙ্গল টপারের শিরোপা উঠেছে জগদ্ধাত্রীর মুকুটে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,জগদ্ধাত্রী,Jagadhatri,সাংভী,Sangbhi,প্রেরণা ভট্টাচার্য,Prarona Bhattacharjee,অভিনেত্রী,Heroine,পার্শ্বচরিত্র,Side Role,অজানা কথা,Unknown Fact

অভিনেত্রী মনে করেন এই মেগার লেখক প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তীর অসাধারণ লেখনি থেকে শুরু করে নানারকম টুইস্ট  সবকিছুর জন্যই জগদ্ধাত্রী মন জয় করে নিয়েছে সকলের। তাই সিরিয়ালটি দর্শকদেরও যেমন দেখতে ভালো লাগছে তেমনি একজন অভিনেত্রী হিসেবে এই  চরিত্রটা করতে বেশ ভালো লাগছে বলে জানিয়েছেন প্রেরণা।

দর্শকদের থেকে পাওয়া ভালবাসাকে প্রাপ্তি বলে জানিয়েছেন অভিনেত্রী। বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় এই অভিনেত্রী একসময় অভিনয় করেছেন ভালবাসা ডট কম,থেকে শুরু করে খুকুমণি হোম ডেলিভারির মত বেশ কিছু জনপ্রিয় মেগা সিরিয়ালে। তবে অভিনেত্রীর অভিনয় জীবনের শুরুটা হয়েছিল যীশু দাশগুপ্তের ‘ভোরের খুব কাছে’ ধারাবাহিকের নায়িকা হয়েই।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,জগদ্ধাত্রী,Jagadhatri,সাংভী,Sangbhi,প্রেরণা ভট্টাচার্য,Prarona Bhattacharjee,অভিনেত্রী,Heroine,পার্শ্বচরিত্র,Side Role,অজানা কথা,Unknown Fact

তবে বর্তমানে নায়িকা নয় বরং বেশিরভাগ ক্ষেত্রেই পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় প্রেরণাকে। তাই এদিন অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল বর্তমানে নায়িকা হতে না পেরে তাঁর কোনো খারাপ লাগা আছে কিনা? উত্তরে কোন রাখঢাক না রেখেই অভিনেত্রী জানান ‘একটু তো খারাপ লাগা আছেই।  কারণ আমাদের মত বয়স যাদের তাদের এখন আর নায়িকার চরিত্রে ভাবা হয় না’।

সেইসাথে অভিনেত্রীর সংযোজন ‘আমাদের থেকে কমবয়সিদের নায়িকা হিসেবে নির্বাচন করা হয়। মেগার আগের রিসার্চ অনুযায়ী দর্শকরা নাকি এমটাই ভালবাসেন’। তবে অভিনেত্রী আশাবাদী অবস্থার পরিবর্তন একদিন হবেই। এছাড়া এদিন প্রেরণা বলেন ‘চাইলে হয়তো নায়িকা চরিত্রের জন্য আমি অপেক্ষা করতে পারতাম। কিন্তু আমি সেটা করিনি। কারণ আমি বিভিন্ন চরিত্রে নিজেকে দেখতে চেয়েছি। নায়িকা নয় বরং একজন অভিনেত্রী হয়ে উঠতে চেয়েছি।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥