টেলিভিশনের পর্দায় সম্প্রচার শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। এই ধারাবাহিকে নায়িকা মেঘের (Megh) চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তিতিক্ষা দাস (Titikha Das)।
আদতে দত্তপুকুরের বাসিন্দা তিতিক্ষা এই সিরিয়ালের আগেও একটি জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন মুখ্য চরিত্রে। ইতিপূর্বে দর্শক তাঁকে অভিনয় করতে দেখছেন কালার্স বাংলার ‘দত্ত অ্যান্ড বৌমা’ ধারাবাহিকে। মডেলিং অভিনয়ের পাশাপাশি সম্প্রতি তিতিক্ষা কাজ করেছেন বেশ কিছু মিউজিক ভিডিওতে।
এমনিতে তিতিক্ষার অভিনয় জীবনের বয়স বেশীদিন নয়। তবে এই অল্পদিনেই তাঁর সাবলীল অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। তবে অনেকেই হয়তো জানেন না অভিনয়ের পাশাপাশি তিতিক্ষার রয়েছে আরও একটি বিশেষ প্রতিভা। সদ্য জি বাংলার জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসেছিলেন ছোট পর্দার এই মেঘ এবং তাঁর গোটা ইচ্ছে পুতুল পরিবার।
এদিন সেখানেই জানা গিয়েছে অভিনয়ের পাশাপাশি নাচেও নাকি দারুন পারদর্শী তিতিক্ষা। তবে একজন নৃত্যশিল্পী থেকে তিতিক্ষার অভিনেত্রী হয়ে ওঠার গল্পটা কিন্তু সিনেমার চিত্রনাট্যের চেয়ে কোনো অংশে কম নয়। এদিন পর্দার মেঘ সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়ের সাথে কথায় কথায় জানান ইতিপূর্বে তিনি যে কতবার এই মঞ্চে এসেছেন তার কোনো ঠিক নেই।
তিতিক্ষার মুখে একথা শুনে ততক্ষণে অবাক রচনা বন্দোপাধ্যায় প্রশ্ন করে ফেলেছেন ‘কি করে’? জবাবে সবাইকে অবাক করে দিয়ে তিতিক্ষা জানান তিনি নাকি বহুবার রচনা বন্দোপাধ্যায়ের পিছনে দাঁড়িয়ে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে নাচ করেছেন। তিতিক্ষার কথায় জানা যায় তিনি নাকি জি বাংলার সারেগামাপা-র ওপেনিংয়েও পারফর্ম করেছিলেন।
আর এদিন সামনে থেকে বাংলার দিদি নাম্বার ওয়ান তথা স্বয়ং রচনা বন্দোপাধ্যায়কে দেখে তাঁর উদ্দেশ্যে তিতিক্ষা বলেন, ‘তুমি আমার সামনে নাচতে আমি পিছন থেকে দেখতাম। ভাবতাম, কবে তোমার জায়গায় আসব, অবশেষে আমি এখানে এসেছি। আমি নাচ করলাম, তুমি হাত তালি দিলে, এটা একটা পাওনা।’ সেইসাথে এদিন তিতিক্ষা জানান নাচের সূত্র ধরেই অভিনয়ের জগতে পা রেখেছেন তিনি। আর আজ তিনি জি বাংলার মতো প্রথম সারির বিনোদনমূলক চ্যানেলের জনপ্রিয় সিরিয়ালের প্রধান নায়িকা।