স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’র (Gaatchora) কাহিনীতে আমূল পরিবর্তন এসেছে। সদ্য মৃত্যু দেখানো হয়েছে ধারাবাহিকের নায়িকা খড়ির (Khori)। ছেলে আয়ুষ্মানের জন্ম দিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। খড়ির প্রয়াণের সঙ্গেই লিপ নিয়েছে ধারাবাহিকের গল্প। সেই সঙ্গেই এন্ট্রি নিয়েছে নতুন নায়ক-নায়িকা আয়ুষ্মান এবং গঙ্গা (Ganga)।
‘গাঁটছড়া’র নিয়মিত দর্শকরা জানেন, খড়ির মৃত্যুর পর সম্পূর্ণ বদলে গিয়েছে সিংহ রায় পরিবার। খড়ি-ঋদ্ধির পর এখন সিংহ রায় পরিবারের নতুন প্রজন্মের কাহিনী দেখানো হচ্ছে। ইতিমধ্যেই দর্শকদের সঙ্গে নতুন নায়ক-নায়িকা আয়ুষ্মান এবং গঙ্গার পরিচয়ও হয়ে গিয়েছে। এই দুই চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে অভিনেতা আর্য দাশগুপ্ত এবং অভিনেত্রী কথা চক্রবর্তী (Katha Chakraborty)।
খড়ি অভিনেত্রী শোলাঙ্কি ‘গাঁটছড়া’ ছাড়ার পর শোনা গিয়েছিল, এবার নায়ক-নায়িকা হিসেবে দেখানো হবে, ওম সাহানি এবং ইন্দ্রাণী পালকে। তবে সেই গুজব যে একেবারেই ভুয়ো ছিল তা প্রমাণিত হয়ে গিয়েছে। আজকের প্রতিবেদনে ‘গাঁটছড়া’র নতুন নায়িকা গঙ্গা অভিনেত্রী কথার আসল পরিচয়ই তুলে ধরা হল।
খড়িহীন ‘গাঁটছড়া’ দর্শকদের কতখানি পছন্দ হবে তা নিয়ে সংশয় ছিলই। তবে নির্মাতারা সেই চ্যালেঞ্জটা নিয়েছেন। শোলাঙ্কি শো ছাড়ার পরেও আয়ুষ্মান-গঙ্গাকে নিয়ে ধারাবাহিকে চালিয়ে যাওয়া হচ্ছে। লিপের পর প্রথম পর্বেই নজর কেড়েছেন নতুন নায়ক-নায়িকা আর্য এবং কথা। ‘গাঁটছড়া’র নতুন নায়িকা গঙ্গার মিষ্টি হাসিতে মুগ্ধ হয়েছেন দর্শকরাও।
পর্দার গঙ্গা টেলি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। এর আগে ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিক অভিনয় করেছিলেন তিবি। স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়ালে বীরেন্দ্রনাথের স্ত্রীয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। মিষ্টি এই অভিনেত্রীকে বরাবর পছন্দ হয়েছে দর্শকদের। ‘গাঁটছড়া’য় গঙ্গার চরিত্রেও তাঁর অভিনয় ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের।
যদিও দর্শকদের অনেকেই এখনও খড়ির ‘গাঁটছড়া’ ছাড়ার বিষয়টি মেনে নিতে পারেননি। একজন যেমন লিখেছেন, মেয়েটার মুখটা সুন্দর, বেশ মায়াবী। তবে ‘গাঁটছড়া’র নায়িকা হিসেবে মেনে নেওয়া যাচ্ছে না। এবার দেখা যাক, সময়ের সঙ্গে গঙ্গা অভিনেত্রী কথা দর্শকদের মনে স্থান করে নিতে পারেন কিনা।