স্টার জলসার (Star Jalsha) ‘গাঁটছড়া’ (Gaatchora) ধারাবাহিকটির গল্প এক ধাক্কায় অনেকটা বদলে গিয়েছে। ছেলে আয়ুষ্মানের (Ayushman) জন্মের সঙ্গেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে খড়ি (Khori)। অপরদিকে সিংহ রায় পরিবারের সদস্যরাও অনেকটা বদলে গিয়েছে। একদিকে যেমন খড়ি চরিত্রে শোলাঙ্কি রায়কে আর সিরিয়ালে দেখা যাবে না, তেমনই এন্ট্রি নিয়েছে বেশ কয়েকটি নতুন চরিত্রও।
খড়ির মৃত্যুর পর এবার ‘গাঁটছড়া’র কাহিনী এগোবে ঋদ্ধি এবং তাঁর ছেলে আয়ুষ্মানকে নিয়ে। প্রথম টেলিপাড়ার অন্দরে গুঞ্জন শোনা যাচ্ছিল, ‘খড়িদ্ধি’র ছেলের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা ওম সাহানি। তবে এবার জানা গেল, ওম নন, বরং আয়ুষ্মানের ভূমিকায় অভিনয় করবেন আর্য দাশগুপ্ত (Arya Dasgupta)।
সোমবারের পর্বেই দেখানো হয়েছে, খড়ির মৃত্যু হয়েছে। সেই সঙ্গেই লিপের পর সিংহ রায় পরিবারের বাকি সদস্যদের নতুন লুকও সামনে এসেছে। পাশাপাশি নতুন সিংহ রায় বাড়ির নতুন প্রজন্ম, তথা সিরিয়ালের নতুন নায়কের ঝলকও দেখেছেন দর্শকরা। আজকের প্রতিবেদনে ‘খড়িদ্ধি’র ছেলে আয়ুষ্মান অর্থাৎ অভিনেতা আর্যর আসল পরিচয় তুলে ধরা হল।
‘গাঁটছড়া’র নতুন নায়ক বাংলা টেলি দুনিয়ার পরিচিত মুখ। এর আগে কালার্স বাংলার ধারাবাহিকে কাজ করেছেন তিনি। এছাড়া শিশু শিল্পী হিসেবেও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন আর্য। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমা ‘ফোর্স’এ নায়কের ছেলের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
এরপর ‘বরবাদ’ ছবির নায়িকা ঋত্বিকার সঙ্গে ‘প্রথমবারের প্রথম দেখা’ ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন আর্য। এছাড়াও ‘আবার বছর কুড়ি পরে’তেও একটি বিশেষ চরিত্রে দেখা মিলেছিল তাঁর। কিছুদিন আগে আড্ডা টাইমসের ‘ক্ষ্যাপা’ সিরিজেও কাজ করেছিলেন আর্য। এবার ‘খড়িদ্ধি’র ছেলে আয়ুষ্মানের ভূমিকায় অভিনয় করবেন এই অভিনেতা।
‘গাঁটছড়া’য় দেখানো হবে, ‘খড়িদ্ধি’র ছেলে আয়ুষ্মান এখন রকস্টার হয়ে গিয়েছে। পাশাপাশি বাবা ঋদ্ধির সঙ্গে মা মরা ছেলের সম্পর্কের সমীকরণ কেমন তার ওপরেও ফোকাস করা হবে বলে শোনা যাচ্ছে। ওদিকে আবার শোনা যাচ্ছে, খড়ির মৃত্যু এবং আয়ুষ্মানের এন্ট্রির সঙ্গেই সিরিয়ালে নতুন নায়িকাও আসতে চলেছে। শোনা যাচ্ছে, সেই চরিত্রে অভিনেত্রী কথা চক্রবর্তীকে দেখা যেতে পারে।