• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঊষা উত্থুপের খসখসে কণ্ঠে মুগ্ধ এই সুপারস্টার! তাঁর হাত ধরেই শুরু গায়িকার বলিউড যাত্রা

ভারতীয় সংগীত জগতের পপ কুইন (Pop Queen) ঊষা উত্থুপ (Usha Uthup। দেশের প্রথম মহিলা পপ শিল্পী (Female Pop Singer) হিসাবে এই গানের জগতে তার বয়স দেখতে দেখতে পার করেছে ৫০ বছর। দীর্ঘ এই পাঁচ দশক ধরে দেশে বিদেশে গান গেয়ে বিভিন্ন প্রজন্মের শ্রোতাদের মাতিয়ে রেখেছেন তিনি। বিশেষ করে একের পর এক সুপারহিট গান গেয়ে সমৃদ্ধ করে চলেছেন গোটা বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিকে।

ঊষা উত্থুপের গান ছাড়া এক কথায় অসম্পূর্ণ ইন্ডাস্ট্রি। তবে শুধু গান নয় একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন এই ‘হরি ওম হরি’র গায়িকা। বরাবরই আসলে ঊষা উত্থুপের কন্ঠই তার অন্যতম ইউএসপি। তাঁর  গলায় রয়েছে এক অদ্ভুত জাদু। সেই গানের জাদুতে আজও মজে রয়েছেন আট থেকে৮০ সমস্ত প্রজন্মের শ্রোতা।

   

Usha Uthup Pop Queen Music Class Drive away

আসলে এই শিল্পী ঈশ্বর প্রদত্ত এমনই এক কণ্ঠের অধিকারী যা পুরনো হবেনা কোনদিন। আজ ৭৫ বছর বয়সে এসে তাঁর কাছে নাম-যশ-খ্যাতি কোন কিছুরই অভাব নেই। তবে শিল্পীর জীবনে এই সাফল্য কিন্তু রাতারাতি আসেনি। যার জন্য একসময় অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে গায়িকাকে। ভুল করেছেন, চোখের জল ফেলেছেন কিন্তু পড়ে গিয়েও বারবার ঘুরে দাঁড়ানোর এক অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর মধ্যে।

Usha Uthup Pop Queen Music Class Drive away

অর্থের প্রয়োজনে খুব অল্প বয়স থেকেই রোজগার করতে হয়েছিল এই খসখসে  কণ্ঠস্বরের গায়িকাকে। সেসময় শাড়ি পড়েই নাইট ক্লাবে গান গাইতেন তিনি। জানা যায় সেখান থেকে ঊষা উত্থুপের সাথে পরিচয় হয় বলিউডের তৎকালীন এক জনপ্রিয় সুপারস্টারের। তিনি হলেন দেব আনন্দ (Dev Anand)। এ প্রসঙ্গে এক  সাক্ষাৎকারের গায়িকা জানান ‘দিল্লিতে নাইট এক ক্লাবে দেব আনন্দ আমার গান শুনতে এসেছিলেন। তাঁর সঙ্গে এই দেখা হওয়াটা আমার জন্য বিশেষ ব্যাপার ছিল। খুবই উত্তেজিত ছিলাম’।

পপ কুই,Pop Queen,ঊষা উত্থুপ,Usha Uthup,মহিলা পপ শিল্পী,Female Pop Singer,অজানা কথা,Unknown Fact,লড়াইয়ের জীবন,Struggle Life,দেব আনন্দ,Dev Anand,বলিউড,Bollywood

সেইসাথে বর্ষীয়ান এই সংগীত শিল্পীর সংযোজন ‘অনুষ্ঠান শেষ হওয়ার পর তিনি আমায় জিজ্ঞাসা করেছিলেন, আমি তাঁর ছবি ‘হরে রাম, হরে কৃষ্ণ’তে কাজ করব কি না।’ আসলে দেবানন্দ ভীষণ পছন্দ করতেন ঊষা উত্থুপের গায়কি এবং তাঁর কন্ঠ। এরপরে একে একে তিনি কাজ করেছেন রাহুল দেব বর্মন বাপ্পি লাহিড়ীর মত কিংবদন্তি সব সংগীত পরিচালকদের সাথে।

পপ কুই,Pop Queen,ঊষা উত্থুপ,Usha Uthup,মহিলা পপ শিল্পী,Female Pop Singer,অজানা কথা,Unknown Fact,লড়াইয়ের জীবন,Struggle Life,দেব আনন্দ,Dev Anand,বলিউড,Bollywood

৫৩ বছরের গানের কেরিয়ারে তাঁর  গানের ঝুলিতে রয়েছে কয়েক হাজার গান। অভিনয় করেছেন বিভিন্ন ভাষার ছবিতেও। তাঁর এই  ভারী খসখসে অথচ তীক্ষ্ণ কণ্ঠস্বরই তাঁকে প্রজন্মের পর প্রজন্ম জুড়ে বাকি সবার মধ্যে আলাদা করেছে। জানা যায় অমিতাভ বচ্চনের সাথেও খুব অল্প বয়সে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি।