• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২৫ বছরে পাল্টে গিয়েছে লুক! বিজ্ঞাপনের ৫ জনপ্রিয় শিশুশিল্পীদের এখনের ছবি দেখে চিনতে পারা দায়

90’s Popular Child Actress : নব্বইয়ের দশকে (90’s Era) বেশ কিছু নামিদামি তেল কিংবা পানীয়ের বিজ্ঞাপনে (Advertisement) অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন এক ঝাঁক শিশু শিল্পী (Child Artists)। বিজ্ঞাপনে অভিনয় করেই অনেকে সুযোগ পেয়েছিলেন বলিউড সিনেমাতেও। বিজ্ঞাপন জগতের সেই সমস্ত শিশু শিল্পীরা বর্তমানে কি করছেন? কিংবা এখন কতটাই বা বড় হয়েছেন তারা? তা জানার কৌতুহল রয়েছে কম বেশি সকলেরই।  আজকের প্রতিবেদনে দেখে নেওয়া নেয়া যাক নব্বইয়ের দশকের সেই সমস্ত বিখ্যাত শিশু শিল্পীদের নাম পরিচয় এবং বর্তমান পেশা।

তেজান দেওয়ানজি (Tejan Dewanji): নামি জুতোর বিজ্ঞাপনে অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছিলেন তেজান দেওয়ানজি। তিনি টিভির সামনে এলে নিজের অজান্তেই সবাই বলে উঠতেন ‘অ্যাকশন কে স্কুল টাইম’। এছাড়াও তেজান অভিনয় করেছিলেন ম্যাগি,ব্যান্ডেড, এবং পেহলা নাশার মিউজিক ভিডিওতেও। কিন্তু ছোট থেকেই তার ইচ্ছা ছিল চিকিৎসা হওয়ার। তাই স্বপ্নপূরণ করতে ২০০৮ সালে পড়াশোনা করতে আমেরিকায় যান তেজান। বর্তমানে আমেরিকাতেই চিকিৎসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

   

বিজ্ঞাপন,Advertisement,শিশুশিল্পী,Child Artist,তেজান দেওয়ানজি,Tejan Dewanji,পারজান দস্তুর,Parzaaan Dastur,নিশান্ত মেহরা,Nishant Mehra,তরুণী সাচদেভ,Taruni Sachdev,অঙ্কিতা জাভেরী,Ankita Javeri

পারজান দস্তুর (Parzaaan Dastur): একটি তেল প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে পারজান দস্তুরের অভিনয় মন কেড়েছিল দর্শকদের। এই বিজ্ঞাপন থেকেই কিউট পারজান সুযোগ পেয়ে যান বলিউড সিনেমায়। এই বিজ্ঞাপনের পরেই তিনি অভিনয় করেছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কহোনা পেয়ার হে’, ‘মহব্বতে’, ‘কাভি খুশি কাভি গাম’-এর মতো সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। পরবর্তীতে বড় হয়ে ২০০৯ সালে ‘সিকান্দার’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া বর্তমানে সংলাপ লেখার পাশাপাশি একটি প্রযোজনা সংস্থার সহ প্রতিষ্ঠাতা হিসাবে কাজ করছেন তিনি।

বিজ্ঞাপন,Advertisement,শিশুশিল্পী,Child Artist,তেজান দেওয়ানজি,Tejan Dewanji,পারজান দস্তুর,Parzaaan Dastur,নিশান্ত মেহরা,Nishant Mehra,তরুণী সাচদেভ,Taruni Sachdev,অঙ্কিতা জাভেরী,Ankita Javeri

নিশান্ত মেহরা (Nishant Mehra): মাত্র সাত বছর বয়সেই একটি তেলের বিজ্ঞাপনে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন নিশান্ত মেহরা। নব্বইয়ের দশকের বিজ্ঞাপন জগতের অত্যন্ত পরিচিত মুখ তিনি। কিন্তু পরবর্তীতে ফুটবলার হিসেবেই  নিজের ক্যারিয়ার তৈরি করেন তিনি। মুম্বাইয়ে ফুটবল ক্লাবের অধিনায়ক হিসেবেও খেলেছেন। কিন্তু ২০১১ সালে একটি মাদক মামলায় জড়িয়ে যায় নিশান্তের নাম।এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর নিশান্ত মাঠে খেললেও মাঠে সেভাবে আর দাপট দেখাতে পারেননি। বর্তমানে মুম্বাইয়ের একটি প্রশিক্ষণ কেন্দ্রে বাচ্চাদের ফুটবল খেলার প্রশিক্ষণ দেন তিনি।

আরও পড়ুনঃ ‘আমার টাকা লাগবে না’, সত্যজিৎ রায়ের পা ছুঁয়েই বেরিয়ে গিয়েছিলেন কিশোর কুমার!

বিজ্ঞাপন,Advertisement,শিশুশিল্পী,Child Artist,তেজান দেওয়ানজি,Tejan Dewanji,পারজান দস্তুর,Parzaaan Dastur,নিশান্ত মেহরা,Nishant Mehra,তরুণী সাচদেভ,Taruni Sachdev,অঙ্কিতা জাভেরী,Ankita Javeri

অঙ্কিতা জাভেরী (Ankita Javeri): একটি নামি পানীয়ের বিজ্ঞাপন থেকেই উঠে এসেছিলেন অঙ্কিতা জাভেরী। আশির দশক থেকেই দক্ষিণী ফুলম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ ছিলেন তিনি। কিন্তু মাঝপথেই অভিনয় ছেড়ে ২০১৬ সাল নাগাদ বিশাল জগপৎ নামে একজন শিল্পপতিকে বিয়ে করেছিলেন তিনি। সেই থেকেই পাকাপাকিভাবে অভিনয়কে বিদায় জানিয়ে বর্তমানে আমেরিকার নিউ জার্সির বাসিন্দা অঙ্কিতা।

আরও পড়ুনঃ জন্মসূত্রে দক্ষিণ ভারতীয়, তবে বাংলা অন্ত প্রাণ! ঊষা উত্থুপ কেন ‘ক’ লেখা টিপ পড়েন জানেন?

বিজ্ঞাপন,Advertisement,শিশুশিল্পী,Child Artist,তেজান দেওয়ানজি,Tejan Dewanji,পারজান দস্তুর,Parzaaan Dastur,নিশান্ত মেহরা,Nishant Mehra,তরুণী সাচদেভ,Taruni Sachdev,অঙ্কিতা জাভেরী,Ankita Javeri

তরুণী সাচদেভ (Taruni Sachdev): তরুণী সাচদেভও রসনার বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ ছিলেন। নব্বইয়ের দশকের এই মিষ্টি শিশু শিল্পী বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের সঙ্গে পানীয়ের বিজ্ঞাপনে অভিনয় করেই রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর থেকে একাধিক নামী সংস্থার বিজ্ঞাপনের মুখ হয়েছিলেন তিনি। অভিনয় করেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও।

বিজ্ঞাপন,Advertisement,শিশুশিল্পী,Child Artist,তেজান দেওয়ানজি,Tejan Dewanji,পারজান দস্তুর,Parzaaan Dastur,নিশান্ত মেহরা,Nishant Mehra,তরুণী সাচদেভ,Taruni Sachdev,অঙ্কিতা জাভেরী,Ankita Javeri

কিন্তু অভিনয় জগতে প্রতিষ্ঠা পাওয়ার আগেই খুব কম বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তরুণী। ২০০৯ সালে তাঁকে  অমিতাভ বচ্চনের ‘পা’ সিনেমাতেও দেখা গিয়েছিল।

site