• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামীর মার থেকে পরিচালকের লালসার শিকার! বলিউড থেকে দূরে এভাবে দিন কাটাচ্ছেন ঊর্মিলা মাতন্ডকর

Published on:

All you need to know about famous Bollywood actress Urmila Matondkar

বলিউডের (Bollywood) একসময়ের নামী অভিনেত্রী ছিলেন ঊর্মিলা মাতন্ডকর (Urmila Matondkar)। কাজ করেছিলেন বহু সুপারহিট ছবিতে। সেই লিস্টে নাম রয়েছে ‘রঙ্গিলা’, ‘জুদাই’ এর মতো সিনেমার। তবে কেরিয়ারের শীর্ষে থাকতে থাকতেই হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন তিনি? আজকের প্রতিবেদনে অভিনেত্রীর এখনকার খোঁজ দেওয়া হল।

আসলে কথায় আছে একটি ভুল সিদ্ধান্ত মানুষের সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে। সেই কথাটি যে কতখানি ঠিক তা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন ঊর্মিলা। একসময় এতটাই সফল ছিলেন যে তিনি চাইলেই শ্রীদেবী, মাধুরী দীক্ষিতদের মতো অভিনেত্রীদের টেক্কা দিতে পারতেন। আদায় করে নিতে পারতেন বলিউডের সেরা অভিনেত্রীর শিরোপা। তবে তা তো হয়ই নি, বরং অল্প বয়সেই ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেন তিনি।

Urmila Matondkar

নব্বইয়ের দশকের এই নামী অভিনেত্রীর কেরিয়ার শুরু হয়েছিল শিশু শিল্পী হিসেবে। মারাঠি ছবি ‘যাকোল’এর হাত ধরে বিনোদন দুনিয়ায় পা। এরপর ‘কলিযুগ’ ছবির হাত ধরে বলিউডে প্রবেশ। বড় হওয়ার পর সানি দেওল, ডিম্পল কাপাডিয়া, ওম পুরিদের সঙ্গে ‘নরসিমহা’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন ঊর্মিলা।

তবে বলিউড এবং সাউথের একাধিক সিনেমায় অভিনয় করলেও তেমন সাফল্য পাচ্ছিলেন এই সুন্দরী অভিনেত্রী। সেই সময়ই তাঁর জীবনে প্রবেশ হয় পরিচালক রামগোপাল ভার্মার। পরিচালক সেই সময় ‘দ্রোহী’ নামের একটি ছবি বানানোর কথা ভাবছিলেন। প্রথমে মাধুরীকে নেওয়ার কথা ভাবলেও পরে সেখানে ঊর্মিলাকে সুযোগ দেন। আর সেখানে অভিনেত্রীর অভিনয় দেখেই মুগ্ধ হয়ে যান রামগোপাল।

Urmila Matondkar

এরপর আমির খান, জ্যাকি শ্রফের সঙ্গে ‘রঙ্গিলা’ ছবিতে অভিনয়ের পর তো রাতারাতি সারা দেশের ক্রাশে পরিণত হন ঊর্মিলা। সেই সময় রামগোপালের প্রায় প্রত্যেক ছবিরই নায়িকা হতেন তিনি। অভিনেত্রীও পরিচালককে নিজের ‘গুরু’ মানতেন। তাঁর পরামর্শ ছাড়া কোনও কাজ করতেন না। তবে তখনই রামগোপালের সঙ্গে ঊর্মিলার সম্পর্ক নিয়ে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সম্পূর্ণ বলিউড। শোনা যায়, সেই গুঞ্জন কানে যাওয়ার পর পরিচালকের স্ত্রী নাকি অভিনেত্রীকে প্রকাশ্যে থাপ্পড় মেরেছিলেন।

রামগোপাল সঙ্গে সঙ্গে স্ত্রী’কে ডিভোর্স দিয়ে দেন। জানিয়ে রাখি, ঊর্মিলা রামগোপালকে এতটাই মানতেন যে তিনি বলেছিলেন বলে সুপারহিট ‘দিল তো পাগল হ্যায়’র প্রস্তাবও ফিরিয়ে দেন। শোনা যায়, যা নিয়ে পরে আফসোস করতেন অভিনেত্রী। যদিও এত অবধি সব তাও ঠিকই ছিল। কিন্তু রামগোপালের জীবনে অন্তরা মালি নামে এক নায়িকার  প্রবেশ ঘটতেই যাবতীয় সমস্যার সূত্রপাত হয়। ঊর্মিলাকে ছেড়ে তাঁকেই নিজের সব ছবিতে নিতে শুরু করেন পরিচালক।

Urmila Matondkar with husband

অপরদিকে ঊর্মিলা ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হয়ে পড়তে থাকেন। শেষে অভিনয় ছেড়ে এক কাশ্মীরি ব্যবসায়ীর সঙ্গে সাত পাক ঘোরেন তিনি। তবে শোনা যায়, ঊর্মিলার স্বামী তাঁর ওপর শারীরিক নির্যাতন করতেন। যদিও এই নিয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি তিনি। জানিয়ে রাখি, অভিনয় ছাড়া রাজনীতির ময়দানেও পা রেখেছিলেন ঊর্মিলা। কিন্তু সেখানে তেমন সাফল্য পাননি। এখন সময়ের সাথে সাথে বলিউডে অনেক নতুন অভিনেত্রী এলেও কিন্তু ‘রঙ্গিলা’, ‘জুদাই’ খ্যাত ঊর্মিলাকে ভুলতে পারেননি দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥