• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রুক্মিণী নয়, এক সন্তানের মা এই অভিনেত্রীই ছিলেন দেবের প্রথম নায়িকা

Published on:

Tollywood Superstar Dev with his First Heroind photo goes viral on internet

এই মুহূর্তে টলিউডের (Tollywood) নাম্বার ওয়ান সুপারস্টার (Superstar) হলেন দেব অধিকারী (Dev Adhikari)। আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটা মুহূর্তে বাংলা সিনেমার (Bengali Cinema) পাশে থাকার কথা বলে চলেছেন তিনি। সেইসাথে বাংলা সিনেমার উন্নতির জন্য রোজদিনই রক্তজল করা পরিশ্রম করে চলেছেন তিনি। টলিউডের ইন্ডাস্ট্রি বলে পরিচিত সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) পরবর্তী প্রজন্মের অভিনেতাদের সবচেয়ে বেশী এগিয়ে রয়েছন দেব।

‘টনিক’ থেকে ‘কাছের মানুষ’ কিংবা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রজাপতি’ বাংলার সিনেমাপ্রেমী দর্শকদের জন্য একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে চলেছেন দেব। ইদানিং দেব তাঁর দীর্ঘ ১৭ বছরের কেরিয়ারে   সাফল্যের শিখরে বিরাজ করছেন। অভিনয়ের পাশাপাশি রাজ্যের শাসকদলের সাংসদ হিসাবে করছেন জনসেবার মতো মহৎ কাজও।

টলিউড,Tollywood,সুপারস্টার,Superstar,দেব অধিকারী,Dev Adhikari,বাংলা সিনেমা,Bengali Cinema,রচনা ব্যানার্জী,Rachna Banerjee,প্রথম নায়িকা,First Heroine,অগ্নিশপথ,Agnishapath

তাই সবমিলিয়ে কম দায়িত্ব নেই তাঁর কাঁধে। কিন্তু দেবের আজকের এই সাফল্য কিন্তু রাতারাতি আসেনি। একটা সময় দিনরাত এক করে কঠোর পরিশ্রম করেছিলেন অভিনেতা। দীর্ঘদিনের অভিনয় জীবনে দেব অভিনয় করছেন একঝাঁক জনপ্রিয় অভিনেত্রীদের সাথে। তালিকায় রয়েছেন শুভশ্রী,শ্রাবন্তী,কোয়েল,সায়ন্তনী কিংবা হালের রুক্মিণী।

সকলের সাথেই হিট দেবের জুটি। তবে একসময় দেবের সাথে দারুন জনপ্রিয়তা পেয়েছিল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির জুটি। ঠিক এখন যেমনটা রুক্মিণীর সাথে হিট দেবের জুটি। তবে অনেকেই জানেন দেবের প্রথম সিনেমার নায়িকার নাম। বর্তমানে তিনি এক ছেলের মা। টলিউডের সেই প্রথমসারির অভিনেত্রী আর কেউ নন তিনি হলেন বাংলার দর্শকদের সকলের প্রিয় ‘দিদি’।

টলিউড,Tollywood,সুপারস্টার,Superstar,দেব অধিকারী,Dev Adhikari,বাংলা সিনেমা,Bengali Cinema,রচনা ব্যানার্জী,Rachna Banerjee,প্রথম নায়িকা,First Heroine,অগ্নিশপথ,Agnishapathহ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে টলিউড অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়কে (Rachna Banerjee) নিয়ে। টলি সুন্দরী রচনাই ছিলেন দেবের প্রথম সিনেমা ‘অগ্নিশপথ’ (Agnishapath) এর নায়িকা। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি সেসময় মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তবে প্রথম সিনেমা ব্যর্থ হলেও হার মানেননি দেব।

টলিউড,Tollywood,সুপারস্টার,Superstar,দেব অধিকারী,Dev Adhikari,বাংলা সিনেমা,Bengali Cinema,রচনা ব্যানার্জী,Rachna Banerjee,প্রথম নায়িকা,First Heroine,অগ্নিশপথ,Agnishapath
পরের বছরেই ২০০৭ সালে মুক্তি পায় দেব অভিনীত প্রথম সুপারহিট সিনেমা ‘আই লাভ ইউ’। এই সিনেমায় দেবের বিপরীতে জুটি বেঁধেছিলেন টলি অভিনেত্রী পায়েল সরকার। প্রসঙ্গত চলতি বছরে ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্ণ করেছেন দেব। সেই উপলক্ষ্যেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রচনার সাথে দেবের একটি পুরোনো ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে দেব পরেছেন লাল শার্ট আর ডেনিম  জিন্স। আর রচনাকে দেখা যাচ্ছে একটি প্রিন্টেড টপ আর জিন্স পরে দেবকে জড়িয়ে ধরে পোজ দিতে।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥