এই মুহূর্তে টলিউডের (Tollywood) নাম্বার ওয়ান সুপারস্টার (Superstar) হলেন দেব অধিকারী (Dev Adhikari)। আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটা মুহূর্তে বাংলা সিনেমার (Bengali Cinema) পাশে থাকার কথা বলে চলেছেন তিনি। সেইসাথে বাংলা সিনেমার উন্নতির জন্য রোজদিনই রক্তজল করা পরিশ্রম করে চলেছেন তিনি। টলিউডের ইন্ডাস্ট্রি বলে পরিচিত সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) পরবর্তী প্রজন্মের অভিনেতাদের সবচেয়ে বেশী এগিয়ে রয়েছন দেব।
‘টনিক’ থেকে ‘কাছের মানুষ’ কিংবা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রজাপতি’ বাংলার সিনেমাপ্রেমী দর্শকদের জন্য একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে চলেছেন দেব। ইদানিং দেব তাঁর দীর্ঘ ১৭ বছরের কেরিয়ারে সাফল্যের শিখরে বিরাজ করছেন। অভিনয়ের পাশাপাশি রাজ্যের শাসকদলের সাংসদ হিসাবে করছেন জনসেবার মতো মহৎ কাজও।
তাই সবমিলিয়ে কম দায়িত্ব নেই তাঁর কাঁধে। কিন্তু দেবের আজকের এই সাফল্য কিন্তু রাতারাতি আসেনি। একটা সময় দিনরাত এক করে কঠোর পরিশ্রম করেছিলেন অভিনেতা। দীর্ঘদিনের অভিনয় জীবনে দেব অভিনয় করছেন একঝাঁক জনপ্রিয় অভিনেত্রীদের সাথে। তালিকায় রয়েছেন শুভশ্রী,শ্রাবন্তী,কোয়েল,সায়ন্তনী কিংবা হালের রুক্মিণী।
সকলের সাথেই হিট দেবের জুটি। তবে একসময় দেবের সাথে দারুন জনপ্রিয়তা পেয়েছিল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির জুটি। ঠিক এখন যেমনটা রুক্মিণীর সাথে হিট দেবের জুটি। তবে অনেকেই জানেন দেবের প্রথম সিনেমার নায়িকার নাম। বর্তমানে তিনি এক ছেলের মা। টলিউডের সেই প্রথমসারির অভিনেত্রী আর কেউ নন তিনি হলেন বাংলার দর্শকদের সকলের প্রিয় ‘দিদি’।
হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে টলিউড অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়কে (Rachna Banerjee) নিয়ে। টলি সুন্দরী রচনাই ছিলেন দেবের প্রথম সিনেমা ‘অগ্নিশপথ’ (Agnishapath) এর নায়িকা। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি সেসময় মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তবে প্রথম সিনেমা ব্যর্থ হলেও হার মানেননি দেব।