• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পালিয়ে বিয়ে থেকে বিচ্ছেদের পর দ্বিতীয়বার সংসার! সুনিধি চৌহানের জীবন যেন বলিউডের সিনেমা

Published on:

All You need to know abou Bollywood Sunidhi Chauhan and her Life Struggle

দেশের প্রথম সারির জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম হলেন বলিউড সিঙ্গার (Bollywood Singer) সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। প্রায় তিন দশক ধরে আসমুদ্র হিমাচল গোটা দেশের সঙ্গীতপ্রেমীদের একের পর এক সুপারহিট গান উপহার দিয়ে চলেছেন এই জনপ্রিয় গায়িকা। তাই সব মিলিয়ে গানের জগতে অত্যন্ত বর্ণময় জীবন তাঁর।

তবে গানের জগতে সফর যতই ‘সুহানা’ হোক না কেন সুনিধির ব্যক্তিগত জীবনও কিন্তু সিনেমার চেয়ে কোন অংশে কম নয়। একসময় বাবা-মায়ের অমতে পালিয়ে বিয়ে করেছিলেন গায়িকা। যদিও পরবর্তীতে সুখের হয়নি সেই সংসার। সেই সময় সুনিধির বয়স ছিল মাত্র ১৮ বছর। ২০০২ সালে তখন সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে পা রেখেছিলেন সুনিধি।

সুনিধি চৌহান,Sunidhi Chauhan,বলিউড,Bollywood,প্লেব্যাক সিঙ্গার,Playback Singer,জীবনের কাহিনী,Life Story,ব্যক্তিগত জীবন,Personal Life,অজানা কথা,Unknown Fact

সেসময় সবাইকে লুকিয়েই চুপিসারে বিয়ে করে নিয়েছিলেন বলিউডের এই প্রথমসারির গায়িকা। সেসময় বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার আহমেদ খানের ভাই ববি খানের সাথে ‘পেহলা নাশা’ নামে গানের অ্যালবামে একসাথে কাজ করতে গিয়ে পরিচয় হয়েছিল সুনিধির। সেখান থেকেই তাদের সেই বন্ধুত্ব গড়ায় প্রেম এবং তারপর পালিয়ে বিয়েতে।

সুনিধি চৌহান,Sunidhi Chauhan,বলিউড,Bollywood,প্লেব্যাক সিঙ্গার,Playback Singer,জীবনের কাহিনী,Life Story,ব্যক্তিগত জীবন,Personal Life,অজানা কথা,Unknown Fact

যদিও সেসময় মেয়ের পালিয়ে বিয়ে করার বিষয়টিকে একেবারেই সমর্থন করেননি সুনিধির বাবা-মা।কারণ তাঁদের মনে হয়েছিল বব সুনিধির জন্য যোগ্য পাত্র নন। তাই ববির সাথে বিয়ের পরেই বাবা-মায়ের সাথে দূরত্ব তৈরি হয়েছিল গায়িকার। তবে সংসার সুখের না হওয়ায় এক বছরের মধ্যেই চাদ আলাদা হয়ে যায় তাঁদের।

সুনিধি চৌহান,Sunidhi Chauhan,বলিউড,Bollywood,প্লেব্যাক সিঙ্গার,Playback Singer,জীবনের কাহিনী,Life Story,ব্যক্তিগত জীবন,Personal Life,অজানা কথা,Unknown Fact

ববির থেকে আলাদা হয়ে যাওয়ার পরেই আবার মা-বাবার সাথে সুনিধির সম্পর্ক ঠিক হয়ে যায়। পরবর্তীতে তিনি বিচ্ছেদের মামলা করেন। যদিও পরবর্তীতে আবারও প্রেম আসে গায়িকার জীবনে। ‘মেরি আওয়াজ শুনো’র বিজয়ী হওয়ার পরেই সুনিধির সাথে পরিচয় হয়েছিল জনপ্রিয় সঙ্গীত পরিচালক হিতেশ সোনিকের।

সুনিধি চৌহান,Sunidhi Chauhan,বলিউড,Bollywood,প্লেব্যাক সিঙ্গার,Playback Singer,জীবনের কাহিনী,Life Story,ব্যক্তিগত জীবন,Personal Life,অজানা কথা,Unknown Factসেখান থেকেই তাঁদের বন্ধুত্ব গড়ায় প্রেমে। টানা দু’বছর চুটিয়ে প্রেম করার পর হিতেশকে বিয়ে করেন সুনিধি। আজ থেকে ৫ বছর আগে ২০১৮ সালে তাদের কল আলো করে আসে একমাত্র পুত্র সন্তান তেঘ। আর এখন নিজের পেশাদার জীবনের পাশাপাশি স্বামী সন্তান নিয়ে সুখী গৃহকোণ সুনিধির।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥