• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শিক্ষিত হয়েও বিস্কুট খেয়ে কাটত দিন! রইল সফল কমেডি অভিনেতা বিজয় রাজ্যের অজানা সংগ্রামের কাহিনী

Updated on:

All you need to know about bollywood actor Vijay Raaz

বলিউডের সবচেয়ে চর্চিত বিষয়গুলির মধ্যে একটি হল ‘নেপোটিজম’ বিতর্ক। এই নিয়ে বারবার সরগম হয়েছে বলিপাড়া। তবে একটা কথা ভেবে দেখুন তো, বলিউডে কি শুধু নেপোটিজমই রয়েছে? যথার্থ প্রতিভার কদর কি সত্যিই বলিউড (Bollywood) দিতে পারে না? যদি এমনটাই হতো, তাহলে কিন্তু বলিপাড়ায় বিজয় রাজের (Vijay Raaz) মতো অভিনেতারা সেখানে কাজ করতে পারতেন না।

বলিউডে যদি কোনও ‘গডদফাদার’ না থাকে, তাহলে সেখানে টেকা যায় না, এই কথা কমবেশি প্রত্যেকেই শুনেছি। হয়তো কথাটা আংশিক সত্যি। বলিউডে একজন ‘গডফাদার’ থাকলে হয়তো সফরটা খানিকটা সহজ হয়। কিন্তু বলিউডে টেকা অসম্ভব নয়।

Vijay Raaz

এই কথাটিই প্রমাণ করেছেন বিজয় রাজ, নওয়াজউদ্দিন সিদ্দিকীর মতো শিল্পীরা। বিজয় রাজ যখন বলিউডে পা রাখেন, তখন তাঁকে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তবে সেই সব ঝড় কাটিয়ে গত দু’দশক ধরে নিজের অভিনয়ের মাধ্যমে দর্শক মনে রাজ করছেন বিজয়। দর্শকদের উপদার দিয়েছেন বেশ কিছু স্মরণীয় চরিত্র।

বিজয় যখন বলিউডে প্রথম পা রাখেন, তখন তাঁর অবস্থা এতটাই খারাপ ছিল যে সারাদিনে একটা পার্লে জি বিস্কুট খেয়েও দিন কাটাতে হয়েছে তাঁকে। তবে এত কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়েননি তিনি। কারণ তখন তাঁর চোখে ছিল অভিনেতা হওয়ার স্বপ্ন।

Vijay Raaz

ছোট থেকেই বিজয় পড়াশোনায় বেশ ভালো ছিলেন। দিল্লি থেকেই স্কুল এবং কলেজের পড়াশোনা সম্পূর্ণ করেছেন। কলেজে পড়ার সময়ই যোগ দেন থিয়েটারে। এরপর থেকেই অভিনয় হয়ে ওঠে তাঁর প্যাশন। এরপর বড় অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে পা রাখেন মুম্বইয়ে। তবে মায়ানগরীতে আসার আগে ন্যাশানাল স্কুল অফ ড্রামা রেপার্টরি কোম্পানিতে কাজ করতেন বিজয়।

মুম্বই এসে প্রথমে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল বিজয়কে। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভোপাল এক্সপ্রেস’ ছবির মাধ্যমে বলিউড ডেবিউ হয়েছিল তাঁর। তবে ভাগ্য বদলে যায় ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জঙ্গল’এর মাধ্যমে। রাম গোপাল ভার্মা পরিচালিত এই ছবির পর জনপ্রিয়তা পাওয়ার পর থেকে একের পর এক ছবির অফার পেতে থাকেন অভিনেতা। ‘ধামাল’, ‘মনসুন ওয়েডিং’, ‘কোম্পানি’, ‘রান’- সহ বলিউডের একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন বিজয়।

Vijay Raaz

সম্প্রতি সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এবং আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবিতে দেখা গিয়েছে বিজয়কে। সেই সিনেমায় একজন ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। খুব অল্প সময়ের জন্য থাকলেও, নিজের অভিনয়ের মাধ্যমে ফের একবার দর্শকদের মুগ্ধ করে দিয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥