• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সন্তানকে দেখতে গিয়ে স্ত্রীর লাশ কাঁধে শশ্মানে, রাজপাল যাদব অজানা কাহিনী চোখে জল আনার মত

Published on:

All you need to know about bollywood actor Rajpal Yadav's painful life story

অভিনয় মানেই অত্যন্ত সাধনার একটা জিনিস। আর তা যদি কমেডি চরিত্র হয় তাহলে তো কথাই নেই। ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের নিখুঁত অভিনয় দক্ষতার সাহায্যে অনর্গল দর্শকদের হাসানো কিন্তু একেবারেই মুখের কথা নয়। তাই কৌতুক অভিনেতাদের এই কাজ নিঃসন্দেহে বেশ কঠিন। আর এই ধরনের চরিত্রে অভিনয় করেই কিন্তু এখন দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)

মানুষ হাসাতে হাসাতে কাঁদিয়ে ফেলার এক অসাধারণ ক্ষমতা রয়েছে তাঁর মধ্যে। তবে এই অভিনেতার ব্যক্তিগত জীবনের ট্রাজেডি কিন্তু সিনেমার চিত্রনাট্যের চেয়ে কোন অংশে কম নয়। যা শুনলে চোখের জল ধরে রাখতে পারবেন না কেউই। সম্প্রতি ইন্ডাস্ট্রিতে ২৫ বছর সম্পূর্ণ করেছেন এই কৌতুক অভিনেতা। এক সাক্ষাৎকারে রাজপাল যাদব জানিয়েছেন মাত্র কুড়ি বছর বয়সেই তিনি হারিয়েছিলেন তার প্রথম স্ত্রীকে।

বলিউড,Bollywood,রাজপাল যাদব,Rajpal Yadav,কৌতুক অভিনেতা,Comedy Actor,ব্যক্তিগত জীবন,Personal Life,যন্ত্রণাদায়ক ঘটনা,Painful Story,অজানা কাহিনী,Unknwon Story,প্রথম স্ত্রী,First Wife,মৃত্যু,Death

আসলে সন্তান প্রসবের সময়েই নাকি তাঁর প্রথম স্ত্রী ঢলে পড়েছিলেন মৃত্যুর কোলে। সম্প্রতি ‘লাল্লনটপ’-এর সাথে সাক্ষাৎকারে রাজপাল যাদব নিজের প্রথম বিয়ের সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন আগেকার দিনে যদি কেউ একটা ঠিকঠাক চাকরি পেয়ে যেত তাহলেই তাদের পরিবার থেকে বিয়ে দিয়ে দেওয়া হতো। এই অভিনেতার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল।

মাত্র কুড়ি বছর বয়সেই বাবার পছন্দ মতো বিয়ে করে নিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস। তাঁর  সেই প্রথম স্ত্রী নাকি বাচ্চা প্রসব করতে গিয়েই মারা গিয়েছিলেন। অভিনেতার কথায় ‘পরের দিন আমার ওকে দেখতে যাওয়ার কথা ছিল। আর সেদিন আমি ওর লাশ নিয়ে শ্মশানে যাই’। আর অভিনেতার সেই সদ্যোজাত কন্যা সন্তানকে বুক দিয়ে আগলে রেখেছিলেন তাঁর গোটা পরিবার অর্থাৎ বাবা-মা আর তার শালী।

Rajpal Yadav

মা মরা মেয়েটাকে এইভাবে আগলে রাখার জন্য এদিন অভিনেতা তাঁর পরিবারের সদস্যদের বিশেষ করে মা-বাবা এবং শালীকে ধন্যবাদ জানিয়েছেন। জানা যায় প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ২০০৩ সালে দ্বিতীয় বিয়ে করেছিলেন রাজপাল। তাঁর নাম রাধা যাদব। এই রাধা সম্পর্কে রাজপাল জানিয়েছেন তিনি তাকে কোনদিন বলে দেননি শাড়ি কিংবা অন্য  কোন পোশাক পরার বিষয়ে।

তিনি নাকি নিজে থেকেই তার পছন্দমত পোশাক পরেন। এমনকি তিনি তার নিজের ইচ্ছাতেই গ্রামের ভাষাও শিখেছেন। গ্রামে তার আচার ব্যবহার দেখে কেউ বুঝতে পারেন না তিনি পাঁচটা ভাষা জানা একটা মেয়ে।  এমনিতে প্রত্যেক গ্রামের কিছু নিজস্ব নিয়ম-রীতি থাকে। অভিনেতা জানিয়েছেন তার এই স্ত্রী নিজে থেকেই সেই সমস্ত নিয়ম রীতিগুলি মেনে চলে।

বলিউড,Bollywood,রাজপাল যাদব,Rajpal Yadav,কৌতুক অভিনেতা,Comedy Actor,ব্যক্তিগত জীবন,Personal Life,যন্ত্রণাদায়ক ঘটনা,Painful Story,অজানা কাহিনী,Unknwon Story,প্রথম স্ত্রী,First Wife,মৃত্যু,Death

স্ত্রী রাধা যাদবের প্রশংসায় পঞ্চমুখ রাজপাল যাদব বলেছেন ‘আমার গুরুর পরে আমার মা-বাবা, তারপর ও।  আমায় সবচেয়ে বেশি সমর্থন করেছে,পুরো একশ শতাংশ। রাধা আমার প্রথম স্ত্রী থেকে আমার যে মেয়ে আছে তাকেও নিজের করে নিয়েছে। এখন সেই মেয়ে বিয়ে করে লখনৌতে সংসার করছে। আমার কোন কৃতিত্ব নেই, সবটাই আমার পরিবার আর আমার স্ত্রীর। আমি শুধু মাধ্যম মাত্র’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥