• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার সাউথের দিন শেষ! নতুন বছরে বক্স অফিস কাঁপাতে তৈরী শাহরুখ খান, রইল আসন্ন ৯টি ছবির তালিকা

Published on:

All you need to know about Shah Rukh Khan’s upcoming movies

এক-দু’বছর নয়, টানা ৪ বছর হয়ে গেল বড়পর্দায় নায়ক হিসেবে দেখা নেই শাহরুখ খানের (Shah Rukh Khan)। অবশেষে দর্শকদের সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। আর মাত্র হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। এরপরই ‘পাঠান’এর বেশে ফিরছেন ‘কিং খান’। যদিও এই একটি ছবিই নয়, শাহরুখের হাতে এখন রয়েছে আরও ৮টি সিনেমা। আজকের প্রতিবেদনে ‘বাদশা’র আসন্ন ৯টি সিনেমার (Shah Rukh Khan upcoming movies) নাম তুলে ধরা হল যা দেখার জন্য তর সইতে পারছেন না দর্শকরা।

পাঠান (Pathaan)- এই মুহূর্তে ‘পাঠান’ বিতর্কে সরব গোটা দেশ। শাহরুখ-দীপিকা অভিনীত এই ছবির ‘বেশরম রঙ’ গানটি প্রকাশ্যে আসার পর থেকে যে বিতর্কের সূত্রপাত হয়েছে তা শেষ হওয়ার নামই নিচ্ছে না। জানা গিয়েছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে ‘পাঠান’ নামের একজন RAW এজেন্টের কাহিনী দেখানো হবে।

Pathaan movie

জওয়ান (Jawan)- শাহরুখ খান অভিনীত এই সিনেমার পরিচালনা করেছেন সাউথের নামী পরিচালক অ্যাটলি কুমার। অপরদিকে নায়িকার চরিত্রে দেখা যাবে দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারাকে। আগামী বছর জুন মাসে মুক্তি পাবে এই প্যান-ইন্ডিয়া ছবিটি।

Jawan movie

ডানকি (Dunki)- ‘বাদশা’ অভিনীত এই ছবিটি পরিচালনা করছেন বলিউডের নামী পরিচালক রাজকুমার হিরানি। জানা গিয়েছে, কমেডি ঘরানার ছবি হতে চলেছে এটি। ‘ডানকি’তে ‘কিং খান’এর বিপরীতে অভিনয় করবেন তাপসী পান্নু।

Shahrukh Khan Dunki Look leaked online

টাইগার ৩ (Tiger 3)- ফের একবার একসঙ্গে দেখা যাবে বলিউডের ‘করণ অর্জুন’কে। সলমন খান অভিনীত ‘টাইগার ৩’ ছবিতে দেখা যাবে শাহরুখকে। জানা গিয়েছে, এই সিনেমায় ‘পাঠান’এর বেশে ধরা দেবেন অভিনেতা।

Shah Rukh Khan Salman Khan

‘হে রাম’ রিমেক (Hey Ram remake)- ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত এই ব্লকবাস্টার ছবির স্বত্ব কিনেছেন শাহরুখ। কমল হাসান নিজে একথা জানিয়েছেন। নাথুরাম গডসের হাতে মহাত্মা গান্ধীর মৃত্যুর পর দেশে যে রাজনৈতিক অচলাবস্থা দেখা দিয়েছিল, তা নিয়ে এই ছবিটি তৈরি করেছিলেন কমল। লেখা এবং পরিচালনা দুই-ই করেছিলেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুসারে, ‘হে রাম’ রিমেকে কমলের চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

Shah Rukh Khan Kamal Hassan

অপারেশন খুখরি (Operation Khukhri)- ভারতীয় আর্মি এবং এয়ার ফোর্সের করা ‘অপারেশন খুখরি’র ওপর ভিত্তি করে তৈরি করা হবে এই সিনেমা। আশুতোষ গোয়ারিকর পরিচালিত এই ছবিটি একটি ওয়ার ড্রামা ঘরানার সিনেমার হতে চলেছে।

Shah Rukh Khan

ইজহার (Izhaar)- বি টাউনের নামী পরিচালক সঞ্জয় লীলা বনশালির ছবিতেও দেখা যাবে শাহরুখকে। জানা গিয়েছে, ‘ইজহার’ ছবিটির জন্য গত ৪ বছর ধরে অপেক্ষা করছেন শাহরুখ। এই ছবিতে এক ভারতীয় যুবকের কাহিনী দেখানো হবে যিনি তাঁর নরওয়ের প্রেমিকার কাছে সাইকেল চালিয়ে পৌঁছেছিলেন। সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হবে এই সিনেমা।

Shah Rukh Khan Sanjay Leela Bansali

শিমিত আমিনের পরবর্তী ছবি (Shimit Amin next movie)- ব্লকবাস্টার ‘চক দে! ইন্ডিয়া’র পর ফের একবার জুটি বাঁধতে চলেছেন শাহরুখ এবং শিমিত। জানা গিয়েছে, একটি পিরিয়ড ড্রামায় দু’জন একসঙ্গে কাজ করবেন।

Shah Rukh Khan Shimit Amin

রাহুল ঢোলাকিয়ার পরিবর্তী ছবি (Rahul Dholakia next movie)- ২০১৭ সালের অন্যতম হিট ছবি ছিল শাহরুখ অভিনীত ‘রইস’। এই ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন ‘বাদশা’ এবং পরিচালক রাহুল ঢোলাকিয়া।

Shah Rukh Khan Rahul Dholakia

জানা গিয়েছে, ফের একবার জুটি বাঁধছেন দু’জনে। এক নামী সংবাদমাধ্যমে এই বিষয়ে রাহুল বলেন, ‘আমরা কথা বলি এবং প্ল্যান আলোচনা করি। আমাদের দু’জনেরই ভালোলাগবে এমন প্রোজেক্টেই ফের একসঙ্গে কাজ করব’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥