হিন্দি বিনোদন দুনিয়ার নামী প্রযোজক (Producer) হলেন একতা কাপুর (Ekta Kapoor)। তাঁর হাত ধরে কত জনপ্রিয় তারকা যে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তা গুনে শেষ করা যাবে না। সম্প্রতি যেমন একজন নামী টিকটকারকে (Tik Tok star) নিজের সিরিয়ালের নায়িকা করে তাঁর ভাগ্য খুলে দিয়েছেন জীতেন্দ্র-কন্যা। সেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের (Social media influencer) নাম হল বিধি যাদব (Vidhi Yadav)। একতার ধারাবাহিকে কাজ করার সৌজন্যে রাতারাতি টেলি জগতের নতুন ক্রাশ হয়ে গিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ার (Social media) এই যুগে কোনও মানুষেরই বিখ্যাত হতে বেশি সময় লাগে না। এমন বহু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন যারা রীতিমতো বলিউড (Bollywood) তারকাদের মতো জনপ্রিয় হয়ে গিয়েছেন। ফ্ল্যান-ফলোয়িংয়ের নিরিখে অনেকে পিছনে ফেলে দিয়েছেন বি টাউনের সেলেবদেরও। এমনই একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হলেন বিধি।
সাম্প্রতিক অতীতে বিধিকে নিয়ে সংবাদমাধ্যমে প্রচুর চর্চা হয়েছে। একতা কাপুরের হাত ধরে সিরিয়ালের দুনিয়ায় পা রাখার পর থেকে আকাশ ছুঁয়েছে তাঁর জনপ্রিয়তা। এই মুহূর্তে কালার্সে সম্প্রচারিত ‘মোলকি’ ধারাবাহিকের নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।
সোশ্যাল মিডিয়ায় ৩ মিলিয়নেরও বেশি মানুষ বিধিকে ফলো করেন। টিকটকে বোল্ড ভিডিও শেয়ার করে প্রথম ভাইরাল হয়েছিলেন বিধি। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া ইনস্ফুয়েন্সারের সৌন্দর্য এবং প্রতিভা নজর এড়ায়নি একতার। ‘মোলকি’ ধারাবাহিকে সুযোগ দেন তাঁকে। ব্যস, এরপরই বদলে যায় বিধির ভাগ্য।
১৯ বছরের বিধি বিহারের নবাদা জেলার রজৌলি গ্রামে থাকেন। ‘মোলকি’ অভিনেত্রী জানান, তাঁর সফলতার সম্পূর্ণ ক্রেডিট মা দীপা যাদব এবং বাবা বিপিন যাদবের। তাঁরা না থাকলে আজ এত বড় সাফল্য পেতেন না তিনি।
মাত্র ১৯ বছর বয়সেই একতার সিরিয়াল ‘মোলকি’তে নায়িকা ভূমির চরিত্রে অভিনয় করছেন বিধি। টাকার বিনিময়ে স্ত্রী কেনার কাহিনী দেখানো হচ্ছে এখানে। প্রথম ধারাবাহিক হলেও নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছেন বিধি। যত দিন যাচ্ছে অভিনেত্রী হিসেবে ততই জনপ্রিয়তা বাড়ছে এই টিকটকারের।