• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, রইল অভিনেতা বিশ্বনাথ বসুর স্ত্রী দেবিকার পরিচয় ও ছবি

Published on:

All you need to know about Comedian Biswanath Basu wife Debika Basu

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন বিশ্বনাথ বসু (Biswanath Basu)। গত দু’দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। নিজের অভিনয়ের মাধ্যমে কত মানুষের মুখে যে তিনি হাসি ফুটিয়েছেন তা গুনে শেষ করা যাবে না। দর্শকদের অত্যন্ত পছন্দের একজন অভিনেতা বিশ্বনাথ। যদিও শুধুমাত্র হাসির চরিত্রেই নয়, গুরুগম্ভীর চরিত্রেও কিন্তু সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেন তিনি।

আজ টলিপাড়ার এই নামী অভিনেতারই বিবাহবার্ষিকী। সক্কাল সক্কাল তাই স্ত্রীয়ের (Biswanath Basu wife) সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ। সেখানেই অনেকে তাঁর স্ত্রী দেবিকা বসুকে (Debika Basu) প্রথমবার দেখেছেন। আর বলা বাহুল্য, অভিনেতার স্ত্রীকে দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন।

Biswanath Basu wife, Debika Basu

বিশ্বনাথ যেমন মজার মানুষ, জীবনটা হইহই করে উপভোগ করতে ভালোবাসেন, তেমনই তাঁর স্ত্রী দেবিকাও অত্যন্ত মজার একজন মানুষ। জানা যায়, ২০০৩ সাল থেকে একে অপরকে চেনেন তাঁরা। দু’জনেই চাইতেন পালিয়ে বিয়ে করতে। না, বাড়ির অমতে নয়। বরং অ্যাডভেঞ্চারের জন্য এমন করতে চাইতেন বিশ্বনাথ এবং দেবিকা।

Biswanath Basu wife, Debika Basu

কিন্তু শেষ পর্যন্ত এমনটা হয়নি। পরিবার-পরিজনদের উপস্থিতিতে অনুষ্ঠান করেই সাত পাক ঘোরেন বিশ্বনাথ ও দেবিকা। তবে তাই বলে কিন্তু পালিয়ে বিয়ে করার ইচ্ছেটা অপূর্ণ রাখেননি দু’জনে। সন্তানদের জন্মের পর পালিয়ে বিয়ে করেন দু’জনে। আজ সেই পালিয়ে সাত পাক ঘোরারই বিবাহবার্ষিকী। তাই স্বাভাবিকভাবেই দু’জনের কাছেই এই দিনটি প্রচণ্ড বিশেষ।

Biswanath Basu wife, Debika Basu

টলিপাড়ার এই নামী অভিনেতার দুই পুত্রসন্তানও রয়েছে। তাঁদের নাম রোদ্দুর এবং গ্যাডি। মা-বাবার পালিয়ে বিয়ে করায় সামল হয়েছিল তাঁরাও। বিশ্বনাথের স্ত্রী একজন গৃহবধূ। টলি অভিনেতার মতো এত মজার একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে নিজেকে খুবই ভাগ্যবতী মনে করেন দেবিকা। কারণ ঘরে হোক বাইরে সব সময় হাসি ঠাট্টা করে প্রত্যেককে মাতিয়ে রাখেন বিশ্বনাথ।

Biswanath Basu wife, Biswanath Basu anniversary

ভালো অভিনেতা, ভালো স্বামী হওয়ার পাশাপাশি বিশ্বনাথ একজন দারুণ পিতাও। এত ব্যস্ততার মাঝেও ছেলেদের জন্যকিন্তু ঠিক সময় বের করে নেন তিনি। স্বামীর সম্পর্কে কথা বলার সময় একবার দেবিকা বলেছিলেন, ‘বিশ্বনাথের মতো এত ভালো মনের ও কমেডিয়ান স্বামী পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার’। অপরদিকে স্ত্রী অন্ত প্রাণ অভিনেতাও। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বিশ্বনাথ লিখেছেন, ’চোদ্দো বছর অতিক্রান্ত। ভালো থাকো দেবিকা। ধন্যবাদ রোদ্দুর আর গ্যাডিকে উপহার দেওয়ার জন্য’। টলিপাড়ার এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব, সহকর্মী এবং অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥