• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মরার আগেও খাট থেকে নামিয়ে শট চাইবে! অভিনয় জগতের বাস্তব দিক নিয়ে বিস্ফোরক সুপ্রিয় দত্ত

Published on:

Famous Bengali Movie Villian actor Supriyo Dutta talks about his carrier in Tollywood

বাংলা বিনোদন জগতের একজন অভিজ্ঞ অভিনেতা হলেন সুপ্রিয় দত্ত (Supriyo Dutta)। একসময় খলনায়ক (Villain) হিসেবেই পর্দা কাঁপিয়েছেন তিনি। বাংলা সিনেমায় (Bengali Cinema) খলনায়ক হওয়ার পাশাপাশি একাধিক কমেডি চরিত্রও করেছেন তিনি।  তবে সিনেমার পর্দাতেই নয় বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতেও কিন্তু বিরাট দাপট তাঁর।

এই মুহূর্তে অভিনেতাকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘জগদ্ধাত্রী’তে। এই ধারাবাহিকে জগদ্ধাত্রীর  বাবার চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি টলিটাইমের সাথে খোলামেলা আড্ডায় বসে ছিলেন এই অভিনেতা। সেখানেই তিনি জানান তাঁর অভিনয়ে আসার শুরুর দিনগুলির কথা।

সুপ্রিয় দত্ত,Supriyo Dutta,খলনায়ক,Villain,বাংলা সিনেমা,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,জগদ্ধাত্রী,Jagadhatri

অভিনেতা জানান অভিনয়ে আসার তাঁর এই জার্নিটা খুব স্বাভাবিকভাবেই হয়তো হয়েছে কিন্তু খুব ধীরে ধীরেই আজ তিনি এই জায়গায় এসে পৌঁছেছেন। সেইসাথে তিনি জানান ‘আমি যদি না থেমে যাই তাহলে হয়তো আমৃত্যু এটা করে যেতে হবে। হয়তো মরার সময়ও কেউ খাট থেকে নামিয়ে আমায় বলবেন ‘দাদা আপনার একটা ক্লোস বাকি আছে’।

সুপ্রিয় দত্ত,Supriyo Dutta,খলনায়ক,Villain,বাংলা সিনেমা,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,জগদ্ধাত্রী,Jagadhatri
জানা যায় রাজ চক্রবর্তী পরিচালিত সুপারহিট সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার এর হাত ধরেই তিনি প্রথম অভিনয় করেছিলেন কমার্শিয়াল বাংলা সিনেমায়। এরপর একের পর এক অভিনয় করেছেন চ্যালেঞ্জ, লে ছক্কা দুই পৃথিবীর মতো একাধিক সিনেমায়।

প্রসঙ্গত বেশিরভাগ সিনেমায় তিনি অভিনয় করেছেন নেগিটিভ অথবা কমেডি চরিত্রে। তাই এদিন অভিনেতার কাছে তাঁর পছন্দের চরিত্র কোনটা জানতে চাওয়া হলে তিনি বলেন ‘ওরম কোনো ব্যাপার নেই। তাই উদাহরণ হিসাবে ১০০ % লাভ সিনেমায় জিতের বাবার চরিত্র কিংবা চ্যালেঞ্জ সিনেমার কমেডি চরিত্রের উদাহরণ দিয়ে অভিনেতা বলেন ‘কোনো নির্দির্ষ্ট চরিত্র নয় শব্দই তাঁর কাছে  ব্রহ্ম। তাই শব্দ যেদিকে টানবে তিনি সেদিকেই যাবেন।

এতদিনের অভিনয় জীবন থেকে কি শিখলেন জানতে চাওয়া হলে অভিনেতা বলেন ‘খ্যাতি কখনও মাথায় উঠতে দিতে নেই ল্যাটি সবসময় পায়ের তলায় চেপে রাখতে হয়’। এছাড়া অভিনয় জীবনের কোনো আফসোসের কথা জানতে চাওয়া হলে অভিনেতা বলেন ‘ওসব আফসোস টাফসোস আমার নেই। যারা আমায় চেনেন তাঁরা জানেন আমি সবসময় আশার কথা বলি নিরাশার কথা আমি বলি না।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥