• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গোপনে বিয়ে করে আজও স্ত্রী ছেলেদের রেখেছেন আড়ালে! রইল সানি দেওলের অদ্ভুত আচরণের পিছনের কাহিনী

Published on:

All you need ot know about Sunny Deol's beautiful wife Pooja and whay she dont comes in limelight

বলিউড (Bollywood) সুপারস্টার সানি দেওলের (Sunny Deol) স্ত্রী পূজা দেওলের (Pooja Deol) নাম অনেকেই শুনেছেন। কিন্তু এত বছর পরেও তাঁকে বেশিরভাগ অনুরাগীই দেখেননি। তারকাপত্নী হলেও নিজেকে লাইমলাইট থেকে দূরেই রাখেন তিনি। কিন্তু অবশেষে সেই পূজার ছবি প্রকাশ্যে এল। যা দেখার পর একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। অনেকেই সৌন্দর্যের নিরিখে তাঁর তুলনা বলিউড অভিনেত্রীদের সঙ্গেও করছেন।

বি টাউনের দমদার অ্যাকশন হিরো হিসেবে সুখ্যাতি রয়েছে সানির। ধর্মেন্দ্রর ছেলে দর্শকদের একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। বলিউড সুপারস্টারদের মধ্যে গণ্য করা হয় তাঁকে। কিন্তু এত বড় তারকার স্ত্রী হলেও লাইমলাইট থেকে দূরেই থেকেছেন পূজা। এত বছর পর এই প্রথম তাঁকে দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

Sunny Deol

সানির স্ত্রীর জন্ম ব্রিটেনে। সেখানেই বড় হয়েছেন তিনি। পূজার মা ব্রিটিশ এবং বাবা ভারতীয় ছিলেন। শোনা যায়, ১৯৮৪ সালে চুপিচুপি ধর্মেন্দ্র-পুত্রের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন তিনি। তবে বিয়ে লুকিয়ে রাখার জন্য পূজা বহু বছর ইংল্যান্ডেই ছিলেন। সানির অনুরাগীদের কাছে বহু বছর ‘মিস্ট্রি’ হিসেবেই ছিলেন তাঁর স্ত্রী।

Sunny Deol wedding, Sunny Deol Pooja Deol, Pooja Deol

আর সেই কারণেই বাকি অভিনেতাদের মতো সানির বিয়ের ছবিও খুব একটা দেখতে পাওয়া যায় না। অবশ্য বিয়ের কথা জানাজানি হয়ে যাওয়ার পরেও পূজা লাইমলাইট থেকে দূরেই থাকতেন। নিজের সংসার সামলানোর পাশাপাশি লেখালেখির কাজ নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। অনেকেই হয়তো জানেন না, সানির কেরিয়ারের বহু হিট ছবির কাহিনী এবং স্ক্রিন প্লে লিখেছিলেন তাঁর স্ত্রী’ই। ‘ইয়মলা পাগলা দিওয়ানা’ ছবির স্ক্রিন প্লে’ও যৌথভাবে লিখেছিলেন পূজা। যদিও তার জন্য কোনও ‘ক্রেডিট’ পাননি তিনি।

Pooja Deol

পূজার মতোই সানির দুই ছেলে রাজীব এবং করণও লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন। স্বামীর স্টারডমের ছায়া ছেলেদের ওপর পড়তে দেননি পূজা। ছোট থেকেই রাজীব এবং করণ মায়ের সঙ্গেই থেকেছেন। সেই কারণে পূজা এবং তাঁর দুই ছেলের বন্ডিংও খুব মজবুত।

Pooja Deol

‘গদর’ তারকার ছেলে করণ একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাবা সুপারস্টার হওয়ায় ছোটবেলায় প্রচুর কষ্টও ভোগ করতে হয়েছিল তাঁদের। স্কুলের এমনই একটি ঘটনার স্মৃতিচারণা করতে গিয়ে সানি-পুত্র বলেন, ‘একবার আমায় এক সিনিয়র কোলে করে ওপরে তুলে দিয়েছিল এবং বলেছিল সানি দেওলের ছেলে হলে নিজেকে বাঁচিয়ে দেখাও। সেই সময় আমাদের কাছে শুধুমাত্র মায়ের সমর্থনই ছিল। ছোটবেলায় ‘দেওল’ হওয়াটা খুব কষ্টের ছিল’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥