বাংলার গন্ডী ছাড়িয়ে গোটা দেশের সিনেমা-প্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় একটি নাম শর্মিলা ঠাকুর (Sharmila Thakur)। দীর্ঘ ১২ বছরের বিরতি কাটিয়ে অবশেষে তিনি আবার ফিরে এসেছেন অভিনয়ে। আগামী ৩ মার্চ ডিসনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে শর্মিলা ঠাকুর অভিনীত প্রথম ওয়েব সিরিজ (Web Series) ‘গুলমোহর’ (Gulmohor)।
এই সিরিজটিতে কুসুম নামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। একসময় আশির দশকে একের পর এক সুপারহিট সব সিনেমা উপহার দিয়ে পর্দা কাঁপিয়েছিলেন তিনি। বিশেষ করে দর্শকমহলে আজও সমান জনপ্রিয় শর্মিলা ঠাকুরের সাথে বলিউডের সুপারস্টার রাজেশ খান্নার জুটি। বলিউডের (Bollywood) এই স্বপ্ন সুন্দরী আশির দশকের সিনেমা প্রেমীদের জন্য উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সব সিনেমা।
প্রসঙ্গত বাংলার কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের এই নায়িকা অভিনয় শুরু করেছিলেন তাঁরই পরিচালিত সিনেমা অপুর সংসার দিয়ে। এই সিনেমায় তার অভিনীত অপর্না চরিত্রটি আজও চোখে লেগে রয়েছে দর্শকদের। এমনিতেই সকলেই জানেন এখনকার দিনে অভিনয় অত্যন্ত জনপ্রিয় একটি পেশা। কিন্তু শর্মিলা ঠাকুরের কথায় একটা সময় ছিল যখন তিনি অভিনয় করতেন শুধুমাত্র শখের বসে নয়। তার পেছনে ছিল বেশ কিছু কারণ।
অভিনেত্রীর কথায় সত্তর-আশির দশকে তিনি এমন বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন শুধুমাত্র নিজের ঘর ভাড়া দেওয়ার জন্য কিংবা সংসার চালানোর জন্য। সম্প্রতি এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন ‘আমরা সবাই প্রফেশনাল। কখনও কখনও আমরা শুধু টাকার জন্য ছবিতে সই করি। নিজের দায়িত্ব পালন, ঘর ভাড়া, জীবনের খরচ বহন করার জন্য। আবার কখনও সহকর্মীকে সাহায্য করার জন্য ছবি করি যে কিনা ভাবে সেই কাজটা আমার জন্য, আমি তাতে ফিট করব।’
এছাড়া এদিন নিজের কথা জানিয়ে অভিনেত্রীর আরও সংযোজন ‘আমি নানা কারণে ছবি করেছি। আর আমার মনে হয় যদি সব দিকটা দেখি তাহলে হয়তো কাজটা আমি স্ক্রিপ্ট এর জন্যই ছবি করেছি’। এদিন অভিনেত্রী জানিয়েছেন এখন এই সময় দাঁড়িয়ে কুসুম তাঁর জন্য অত্যন্ত জরুরী। প্রসঙ্গত দীর্ঘ ১২ বছর কম কথা নয়। তাই সকলেই জানতে চাইছেন এত বছর পর হঠাৎ তিনি কেন কামব্যাক করার সিদ্ধান্ত নিয়েছেন।
এপ্রসঙ্গে শর্মিলা ঠাকুর জানিয়েছেন ‘বর্তমান সময়ে আমার বয়সী যারা তারা অনেক সময় বাড়ির ছোটদের জন্য নিজেদের ইচ্ছে বা অনিচ্ছাকে পাত্তা দেয় না কিন্তু এখন সবকিছু সঙ্গে নিজেকেও গুরুত্ব দিতে হবে, নিজেদের চাহিদাকে বুঝতে হবে সেটা পূরণ করা ভুল কাজ নয়’।