এক সময় সিনেমা মানেই সবার আগে মাথায় আসতো বলিউডের (Bollywood) কথা। তবে করোনার পর থেকে সেটা একেবারেই পাল্টে গিয়েছে। হিন্দি ছবিকে একপ্রকার ধুলোর মত উড়িয়ে দিয়ে জনপ্রিয়তা আদায় করেছে দক্ষিণী ছবিগুলি (South Cinemas)। এক সময় দক্ষিণী ছবি হিন্দির ডাবিং দেখতে বেশ ভাল লাগত দর্শকদের। তবে সেই সময় শুধুমাত্র দক্ষিণী ভাষাতেই তৈরি হত ছবিগুলি যার জেরে হিন্দি ডাবিং দেখতে হত । তবে বর্তমানে দখিনি ছবিগুলি একাধিক ভাষায় রিলিজ হচ্ছে । যার মধ্যে হিন্দি ভাষাও রয়েছে । আর এর জেরেই বলিউডের জনপ্রিয়তা রিতিমত লাটে উঠেছে।
শাহরুখ খান, সালমান খানদের বদলে আখন অল্লু অর্জুন, প্রভাস, জুনিয়র এনটিআর, রামচরণরাই হয়ে উঠেছে দর্শকদের নতুন পছন্দ। এমন অনেক ছবি রয়েছে যেগুলোর কাহিনী সত্যিই মনে রাখার মত। আজ আপনাদের জন্য এমনই ৭টি ছবির তালিকা ((7 Best movies of Tamil) ) নিয়ে হাজির হয়েছি। এই ছবিগুলি সিনেমা রেটিংয়ের ওয়েবসাইট IMDbতে সেরা হিসাবেই গণ্য হয়েছে।
জয় ভীম (Jay Bhim) : ২০২১ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। ছবিটি মুক্তি পাওয়ার পরেই রীতিমত শোরগোল পরে গিয়েছিল সর্বত্র। ছবিতে সমাজের জাতপাত ভেদাভেদ গভীর পর্যন্ত ছড়িয়ে রয়েছে সেটাই তুলে ধরা হয়েছে। দর্শকদের বিচারে এই ছবির রেটিং ৮.৯।
থালাপ্যাথি (Thalapathi) : তামিল সিনেমার মধ্যে সর্বকালের সেরা ছবির মধ্যে অন্যতম হল এই থালাপ্যাথি। মনিরত্নম পরিচালিত এই ছবিতে থালাইভা রজনীকান্তকে অভিনয় করতে দেখা গিয়েছে। ছবিটি অ্যামাজন প্রাইমে চাইলেই দেখে নিতে পারেন। এর রেটিং অ্যামাজন প্রাইমে ৮.৫।
অনবে শিবম (Anbe Sivam) : আর মাধবন ও কমল হাসানের এই ছবিটি ২০০৩ সালে তামিল ভাষায় রিলিজ হয়েছিল। ছবিটি সেই সময় সুপারহিট হয়েছিল। শুধু তাই নয় আজও এই ছবির জনপ্রিয়তা রয়েছে বেশ। ছবিটি IMDbতে ৮.৭ রেটিং পেয়েছে। চাইলে আপনিও এই সিনেমা হিন্দিতে দেখে নিতে পারেন অ্যামাজন প্রাইমে।
রাতাসাসন (Ratsasan) : ২০১৮ সালে মুক্তি পাওয়া এই ছবিটি ভারতে তৈরী হওয়া সেরা সাইকোলজিক্যাল থ্রিলারগুলির মধ্যে অন্যতম। ছবিতে এক পুলিশ অফিসার আর এক সিরিয়াল কিলারের কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত হা করে দেখতে হয় রীতিমত। এমন একটি দুর্দান্ত ছবি ৮.৩ রেটিং পেয়েছে দর্শকদের মতে।
নায়কান (Nayakan) : তামিল ইন্ডাস্ট্রির সেরা ছবির কথা বললে নায়কান এর কথা বলতেই হয়। শরণ্যা, কমল হাসান থেকে কার্তিকের মত সুপারস্টারদের দেখা গিয়েছে এই ছবিতে। দুর্দান্ত কাহিনীর এই ছবিটি অ্যামাজন প্রাইম এর মধ্যে থাকা দেখবার মত সিনেমার মধ্যে অন্যতম। শুধু তাই নয়, ছবিটি IMDbতে ৮.৬ রেটিং পেয়েছে।
ধুরুভাঙ্গাল পাথিনারু (Dhuruvangal Pathinaaru) : ক্রাইম থ্রিলারধর্মী ছবি ধুরুভাঙ্গাল পাথিনারু। এক পুলিশ কর্মী তদন্তের সময় দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়েন। তারপর তার সাথে কি কি হয় সেটাই তুলে ধরা হয়েছে ছবিতে। আপনাদের জানিয়ে রাখি ছবিটি ৮.২ রেটিং পেয়েছে।