• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড় বিপদে ঊমা, হতে পারে জেল! ক্রিকেটার হওয়ার আগেই মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দিল আলিয়া

প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই ড্রয়িং রুমে একের পর এক ভিন্ন স্বাদের সিরিয়ালের ঝাঁপি খুলে বসে বিনোদন মূলক চ্যানেল গুলি। দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যেই এখন বেশীরভাগ সিরিয়ালেই গুরুত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের পজিটিভ চিন্তাধারা কে। বিশেষ করে সমাজের বিভিন্ন শ্রেণীর লড়াকু মেয়েরাই আজকালকার সিরিয়ালে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

যা আর পাঁচ জন সাধারণ মানুষের মনে জোগাবে অনুপ্রেরণা। দুচোখে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে কিছুদিন আগেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক উমা (Uma)। সিরিয়ালের নায়িকা উমার চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty)। ইতিমধ্যেই সিরিয়ালে চূড়ান্ত নাটকীয়ভাবে বিয়ে হয়েছে উমা আর অভিমন্যুর।

   

উমা,Uma,শিঞ্জিনী চক্রবর্তী,Shinjinee Chakraborty,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya

সিরিয়ালে আচার্য বাড়ির আদর্শ ছেলে অভিমন্যুর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। বিয়ের দিনেই সে শপথ নিয়েছিল উমাকে দেশের মস্ত ক্রিকেটার বানানোর জন্য নিজের প্রাণ লাগিয়ে দেবে সে। অন্যদিকে অভির সাথে বিয়ে ভেঙে যাওয়ায় একের পর এক চাল দিয়ে উমাকে বিপদে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে সিরিয়ালের খল নায়িকা আলিয়া।

উমা,Uma,শিঞ্জিনী চক্রবর্তী,Shinjinee Chakraborty,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya

ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে অভির পিসিমণির সমস্ত নির্দেশ মেনে সংসারের সমস্ত কাজ সামলে বেঙ্গল টিমের হয়ে ২২ গজের ময়দানে ক্রিকেট খেলতে নেমেছে উমা। সেই মাঠে দাঁড়িয়েই উমাকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আলিয়া বলেছে ‘এই ২২ গজে আমি রাজ করি, আজই তোমার শেষ খেলা মাঠেও হারবে, বাড়িতেও।’

উমা,Uma,শিঞ্জিনী চক্রবর্তী,Shinjinee Chakraborty,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya

এখানেই শেষ নয়, চিরকালের মতো উমার ক্রিকেট খেলার স্বপ্ন কে ভেঙে গুঁড়িয়ে দিতে তলে তলে ফের একবার উমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আলিয়া। ভাড়া করা লোক দিয়ে অভিমন্যুর টাকা উমার হাতে তুলে দেওয়ার নামে আড়ালে থেকে ভিডিও বানিয়ে উমার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়। এরপর সাংবাদিকরা উমাকে ছেঁকে ধরলে আসল সত্যিটা বোঝানোর চেষ্টা করে উমা। অন্যদিকে আচার্য বাড়িতে সবাই উমাকে ভুল বুঝতে শুরু করলেও উমাকে সমর্থন করতে এগিয়ে আসে রাগী পিসিমণি।