• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়েতে সাত পাকের বদলে মাত্র ৬ পাক ঘুরলেন আলিয়া! সপ্তম বারের বেলায় আপত্তি জানান মহেশ ভাট

Alia bhatt,mahesh bhatt,rahul bhatt,alia bhatt wedding,মহেশ ভাট,রাহুল ভাট,আলিয়া ভাট,ranbir alia wedding,promise

আজকাল শুধু আলিয়া ভাট (Alia bhatt) এবং রণবীর কাপুরের (Ranbir Kapoor) বিয়ে নিয়েই আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং বলিউড ইন্ডাস্ট্রিতে। দীর্ঘ ৫ বছরের সম্পর্ককে পরিণতি দিয়ে রূপকথার মতো বিয়ে সেরেছেন রালিয়া জুটি , ছিমছাম জাকজমকহীন সাজে তারকা দম্পতির দিক থেকে চোখ সরানো যাচ্ছিল না। আসলে, রণবীর আলিয়ার বিয়ের কোনও কভারেজ ছিল না, যার কারণে রণবীর আলিয়ার বিয়ের ভিতরের খবর বেরিয়ে আসছে, এবং তা নিয়েই চলছে তুমুল চর্চা। করা নিরাপত্তার মধ্যেই সাতপাক ঘুরেছেন তারা , তাই তাদের বিষয়ে খুঁটিনাটি খবর পেতে কার্যত মুখিয়ে রয়েছে অনুরাগীরা।

ছোট মেয়ে আলিয়াকে সুযোগ্য পাত্র রণবীরের হাতে তুলে দিতে পেরে বেশ নিশ্চিন্তই ছিলেন পরিচালক মহেশ ভাট। তিনি রণবীর কাপুরকে জড়িয়ে ধরে দুজনকেই আশীর্বাদ করেন। কিন্তু একটা কারণে মহেশ ভাটের অনেক আপত্তি ছিল। আসলে, রণবীর আলিয়ার বিয়ের সময়ই আলোচনার ঝড় ওঠে।

Alia bhatt,mahesh bhatt,rahul bhatt,alia bhatt wedding,মহেশ ভাট,রাহুল ভাট,আলিয়া ভাট,ranbir alia wedding,promise

সকলেই জানি বিয়ে আসলে স্বামী স্ত্রীর অঙ্গীকারবদ্ধ হওয়া বা প্রতিশ্রতিবদ্ধ হওয়ার দিন। সেই মতোই সাত পাক ঘোরার রীতি রয়েছে বিয়ের সময় ,কিন্তু আপনি জানলে অবাক হবেন রণবীর আলিয়া মাত্র ৬ পাক ঘুরেছেন , কেননা ৭ পাক ঘোরার সময় মেয়েকে বাঁধা দিয়েছেন বাবা মহেশ ভাট । তিনি চাননি তার মেয়ে আলিয়া ভাটকে সপ্তমীতে বাঁধা হোক।

Alia bhatt,mahesh bhatt,rahul bhatt,alia bhatt wedding,মহেশ ভাট,রাহুল ভাট,আলিয়া ভাট,ranbir alia wedding,promise

কারণ সপ্তম প্রতিশ্রুতিটি ছিল যে আলিয়াকে তার ভবিষ্যতের সমস্ত সিদ্ধান্ত তার স্বামী রণবীরের সম্মতিতে নিতে হবে। আর এতেই আপত্তি জানান মহেশ।  তার মোতে বিয়ে হয়ে যাওয়া মানে তার সমস্ত সিদ্ধান্ত স্বামীর হতে পারেনা , তিনি চান না কেউ তার মেয়ের উপর আধিপত্য বিস্তার করুক , বরং তিনি চান আলিয়া বিয়ের পরেও নিজের সিদ্ধান্ত যেন নিজেই নেয়। বাবার কথায় সহমত হয়ে আলিয়াও সাত পাক ঘোড়া থেকে বিরত থাকেন এবং এত কিছুর পরেও তারা খুব খুশি এই বিয়েতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥