• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গর্ভে সন্তান নিয়েই দুর্দান্ত অভিনয়! প্রকাশ্যে আলিয়ার হলিউড ছবি ‘Heart Of Stone’র ট্রেলার ভিডিও

Published on:

Alia Bhatt’s first look from Heart Of Stone is out, watch video

এই মুহূর্তে বলিউডের (Bollywood) টপ অভিনেত্রীদের নামের তালিকা যদি প্রস্তুত করা হয়, তাহলে সেখানে নিঃসন্দেহে থাকবে আলিয়া ভাটের (Alia Bhatt) নাম। করোনা এবং ‘বয়কট ট্রেন্ড’এর সৌজন্যে যেখানে বলিউডের একাধিক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, সেখানে পরপর ৪টি সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন মহেশ ভাটের কন্যা।

সেই সঙ্গেই আদায় করে নিয়েছেন ‘ক্যুইন অফ ২০২২’এর খেতাবও। তবে বলিউড কাঁপানোর পর এবার হলিউডে পা রেখেছেন আলিয়া। আগেই জানা গিয়েছিল, শীঘ্রই ‘হার্ট অফ স্টোন’এর (Heart Of Stone) মাধ্যমে হলিউড ডেবিউ (Hollywood debut) করতে চলেছেন নায়িকা। এবার প্রকাশ্যে এসে গেল সেই সিনেমায় বলি সুন্দরীর ফার্স্ট লুক।

Alia Bhatt baby bump

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে বলিউডে পা রাখা থেকে ‘হার্ট অফ স্টোন’এর মাধ্যমে হলিউড ডেবিউ, আলিয়া নিঃসন্দেহে অনেকটা পথ পেরিয়ে এসেছেন। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের হলিউড ডেবিউ সিনেমায় নিজের ফার্স্ট লুক প্রকাশ করেছেন। আর তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। মুহূর্তের মধ্যে নেটপাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।

‘হার্ট অফ স্টোন’এ একেবারে অ্যাকশন মুডে দেখা গিয়েছে রণবীর কাপুরের ঘরণীকে। প্রেগন্যান্ট অবস্থায় নায়িকাকে এমন দমদার অ্যাকশন করতে দেখে নেটিজেনদের একাংশের চোখ কপালে উঠেছে। প্রসঙ্গত, ‘হার্ট অফ স্টোন’এ আলিয়া স্ক্রিন শেয়ার করেছেন হলিউডের নামী শিল্পী গ্যাল গ্যাডোট এবং জেমি ডর্ননের সঙ্গে।

Gal Gadot with Alia Bhatt

আলিয়ার শেয়ার করা ভিডিওয় ছবির বেশ কিছু দমদার অ্যাকশন দৃশ্যের সঙ্গেই বেশ কিছু ‘বিহাইন্ড দ্য সিনস’ও দেখা গিয়েছে। কলাকুশলীদের নিজেদের অভিজ্ঞতাও ভাগ করে নিতে দেখা গিয়েছে। নিজের হলিউড ডেবিউ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে ‘রাজি’, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ খ্যাত অভিনেত্রী লিখেছেন, ‘হার্ট অফ স্টোনের প্রথম লুক এবং কেয়া’। আলিয়ার ক্যাপশন থেকে একথা বোঝা গিয়েছে যে, ছবিতে তাঁর অভিনীত চরিত্রের নাম কেয়া হয়েছে।

আলিয়ার এই পোস্টে কমেন্ট করেছেন পরিবার-পরিজন, বন্ধুবান্ধব থেকে শুরু করে অনুরাগী, প্রত্যেকে। আলিয়ার মা সোনি রাজদান কমেন্ট করেছেন, ‘ওহ দারুণ। এটি খুবই উত্তেজক হতে চলেছে’। জানিয়ে রাখি, ‘হার্ট অফ স্টোন’ আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥