• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এত সাফল্যের পরেও গায়ে পলিথিন জড়িয়ে ফ্যাশন করলেন আলিয়া! ছবি দেখে নেটপাড়ায় হাসির রোল

বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী আলিয়া ভাট। স্টার কিড হয়েও শুরু থেকেই নিজের বলিষ্ঠ অভিনয় দক্ষতার জেরে নজর কেড়েছেন সিনেমা প্রেমীদের। যা তাকে খুব অল্প বয়সেই এনে দিয়েছে বিরাট সাফল্য। ২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার হাত ধরে বলিউডে হাতেখড়ি হয় আলিয়ার।

এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। একের এরপর অনেক হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন আলিয়া। তবে শুধু সিনেমা নয় সিনেমার মতোই রঙিন আলিয়ার ব্যাক্তিগত জীবন। জীবনে প্রেম এসেছে একাধিকবার। তিনি যে অভিনয়ের দিক থেকেও ভার্সেটাইল তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখেনা। কেননা ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার ‘ অথবা ‘টু স্টেটস ‘ এর সেই দুষ্টুমিষ্টি আলিয়ার মধ্যে বিস্তর ফারাক।

   

cropped-Gangubai-Kathiawadi-Alia-Bhatt-to-Ajay-Devgan-Casting-fees.jpg

 

 

মিষ্টি এই নায়িকাকে নিয়ে বরাবরই দর্শকদের কৌতূহলের অন্ত নেই। এমনিতে সোশ্যাল মিডিয়ায় নানা বিষয়কে কেন্দ্র করে নেটিজেনদের ট্রোলের(Troll) মুখে পড়েন অভিনেত্রী। বেশ কয়েক দিন ধরেই নতুন ছবির প্রকারের কাজে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি যথেষ্ট সক্রিয় ,সম্প্রতি একটি ডিজাইনার সারিতে নজর করেছেন আলিয়া।

alia bhatt,gangubai,alia bhatt troll,troll,bollywood,dress,আলিয়া ভাট,পোশাক,ট্রোল

সিলভার রঙের কোকোকে সারি আর সাথে স্লিভলেস ব্লাউজে আলিয়া গায়ে জড়িয়েছেন একটি নেটের সারি। যার একটা অংশ উজ্জ্বল রুপোলি এবং অন্য অংশ পলিথিনের মোট ফিনফিনে। এই সাজের সাথে আলিয়ার মুখে রয়েছে নাম মাত্র মেকাপ আর তার কানে একটি ভারী ঝুমকো। শাড়ির বেশ কিছু অংশ ছিঁড়েও গিয়েছে। যদিও এই পুরো সাজটাকেই দারুন সামলেছেন মহেশ কন্যা।

alia bhatt,gangubai,alia bhatt troll,troll,bollywood,dress,আলিয়া ভাট,পোশাক,ট্রোল

তবুও এমন হটকে পোশাক দেখে নেটিজেনরা একদম চুপ করে থাকবে তা তো হয়না  ,তাই আলিয়াকে দেখে বিভিন্ন মন্তব্য ছুড়ে দিয়েছেন তারা। কেউ বলেছেন ‘গায়ে প্লাস্টিক জড়িয়েছেন ,’ কেউবা বলেছেন ,’কন্ডোম গায়ে পরে ভালোই দেখাচ্ছে। ‘কিন্তু আলিয়া জানেন এসবের ধার ধারার মতো খারাপ সময় এখনো তার আসেনি কেননা তিনি এই মুহূর্তে কেরিয়ারের মদয়গগনে রয়েছেন।