• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের নায়কদের আর ভাল্লাগছেনা! পুষ্পার পর আল্লু অর্জুনের নায়িকা হতে চান আলিয়া ভাট

এই মুহুর্তে সারা দেশব্যপী আল্লু অর্জুনের (Allu Arjun) জনপ্রিয়তা আকাশছোঁয়া। বলিউডের তিন খান অর্থাৎ শাহরুখ, সলমন, আমির অথবা সুপারস্টার অক্ষয় কুমার, রণবীর কাপুরকেও কার্যত এক ছবিতেই হিলিয়ে দিয়েছেন তিনি। ছবির নাম ‘পুষ্পা’ (Pushpa)।৷ তার এই ছবির প্রতিটি ডায়লগ, হাঁটার স্টাইল সবই প্রায় রপ্ত করে ফেলেছে আমজনতা। এই প্রথম আল্লু অর্জুনের কোনোও ছবি হিন্দিতে মুক্তি পেল আর তাতেই তিনি সিক্স হাঁকিয়ে দিয়েছেন। এখন তার আগামী ছবির অপেক্ষাতেই দিন গুনছেন দর্শকেরা।

আল্লু অর্জুনের স্টারডম দেখে রীতিমতো ভিরমি খেয়েছেন বলিউডের তাবড় সুপারস্টারেরা। এবার আল্লু অর্জুনের অভিনয় দেখার পর বলিউডের সুন্দরী নায়িকারাও তার সাথে কাজ করতে মরিয়া। যেমন অভিনেত্রী আলিয়া ভাট আল্লু অর্জুনের নায়িকা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।

   

আলিয়া ভাট,আল্লু অর্জুন,বলিউড,গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি,Alia bhatt,Bollywood,allu arjun,gangubai kathiawari

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, গোটা পরিবারের সাথে বসে আলিয়া এই ছবি দেখেছেন। যেখানে আল্লুর অভিনয় দেখে মুগ্ধ আলিয়া। এমনকি আলিয়ার পরিবারও অভিনেত্রীর কাছে জানতে চেয়েছেন, তিনি কবে আল্লুর সাথে অভিনয়ের সুযোগ পাবেন। এই প্রসঙ্গেই আলিয়ার বক্তব্য তিনিও আল্লুর নায়িকা হওয়ার জন্য মরিয়া।

cropped-Allu-Arjun.jpg

এই কথা বলতে বলতে আলিয়া আরও জানান তার ডাক নাম নাকি ‘আলু’। এদিকে মনে করা হচ্ছে, বলিউডের হারানো জৌলুস ফিরে আসতে চলেছে অভিনেত্রী আলিয়া ভাটের হাত ধরেই। আসলে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত সঞ্জয় লীলা বানসালীর ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারির’ ট্রেলার, যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত দর্শকেরা।

আলিয়া ভাট,আল্লু অর্জুন,বলিউড,গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি,Alia bhatt,Bollywood,allu arjun,gangubai kathiawari

তবে আলিয়ার এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো ক্ষুব্ধ বলিপ্রেমীরা। তাদের বক্তব্য আলিয়া দক্ষিণী ছবির সাফল্য দেখেই সেদিলে ঝুঁকতে চাইছেন৷ এটা আলিয়ার এইপ্রকার স্ট্র‍্যাটেজি।