• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেম যেন আর ধরে না, স্বামীর টুথব্রাশেই দাঁত মাজেন আলিয়া! জানতে পেরে যা করলেন রণবীর

Published on:

Alia Bhatt used to use Ranbir Kapoor Toothbrush after marriage

মা হতে চলেছেন আলিয়া ভা (Alia Bhatt)ট, তাই তাকে নিয়ে চর্চার অন্ত নেই। সবেমাত্র দু মাস পেরিয়েছিল রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়ার বিয়ের। এর মধ্যে এমন একটা খুশির খবর পেয়ে উচ্ছসিত ভক্তরা। ২৪শে জুন মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন ভক্তরা। তবে এবার ধীরে ধীরে দুজনের গদ গদ প্রেমের কাহিনীও সামনে আসছে যা বেশ আকর্ষণীয় নেটিজেনদের কাছে।

আসলে বিয়ের পর জীবনে বেশ কিছুটা পরিবর্তন আসে। প্রেম করে বিয়ে করলে অবশ্য পরিবর্তনটা বেশ মজারই হয়। তবে আলিয়া-রণবীরের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার জন্য সর্বদায় মুকিয়ে রয়েছে নেটিজেনরা। ইতিমধ্যেই কফি উইথ করণের (Coffee with Karan) শোতে হাজির হয়েছিলেন মম টু বি আলিয়া। সেখানে ফুলশয্যার অভিজ্ঞতা থেকে খুঁনসুটি ও খুঁটিনাটি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।

Alia Bhatt in Coffe with Karan with Karan JOhar

আলিয়া জানান, বিয়ের পর প্রথম প্রথম ঘুম থেকে উঠে ব্রাশ করতে গিয়ে স্বামী রণবীরের টুথব্রাশ ব্যবহার করতেন আলিয়া। এই শুনে যে কেউই বলতে পারে, বাহ! কি প্রেম, একেবারে গদ গদ। আবার অনেকেই বলবেন একই ব্রাশে দুজনের দাঁতমাজা একেবারেই উচিত নয়। কিন্তু আলিয়া-রণবীরের ক্ষেত্রে কি হয়েছিল? অভিনেত্রী নিজেই সেই ঘটনা শেয়ার করেছেন।

আলিয়া জানান, ‘শুরুতে ভুল করেই রণবীরের ব্রাশ ব্যবহার করে ফেলতাম। আসলে দুটো ব্রাশই একেবারে একই রকম দেখতে ছিল। তাই বুঝতে পারতাম না কার কোনটা।’ এই শুনে খানিক হাসার পর করণ প্রশ্ন করেন এই কান্ড জানতে পারার পর স্বামী রণবীর কি প্রতিক্রিয়া দিয়েছিল? তখন আলিয়া জানান, ‘জানতে পেরেই রণবীর বলে ওঠে জলদি আমার ব্রাশ ব্যবহার করা বন্ধ করো তুমি’।

Alia Bhatt,Ranbir Kapoor,Ranbir Alia marriage,Ranbir Alia gossip,Ranbir Alia Honeymoon,Coffee With Karan,রণবীর কাপুর,আলিয়া ভাট,করণ জোহর,আলিয়ার কান্ড,Alia used Ranbir Toothbrush

অবশ্য এরপর আলিয়া জানান এখন আর সেই ভুল হয় না। তবে বিয়ের পর এমন ঘটনা হয়তো অনেকের সাথেই ঘটেছে! তাই নেটিজেনদের অনেকেই এই নিয়েও আলোচনায় মত্ত হয়েছেন। প্রসঙ্গত, মা হওয়ার আগেই বলিউডের গন্ডি পেরিয়ে হলিউডে কাজ পেয়েছেন আলিয়া। অন্তঃসত্ত্বা অবস্থাতেই ‘দ্য হার্ট অফ স্টোন’ ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী।

গত রবিবারেই শুটিং শেষ হয়েছে শুটিং। বরকে ছেড়ে ইউরোপ শুটিংয়ে গিয়েছিলেন আলিয়া। শুটিং ফ্লোর থেকে আলিয়ার বেবিবাম্প এর ছবি ফাঁস হতেই তার মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছিল সর্বত্র। এরপর কাজ মিটিয়ে বাড়ি ফিরেছেন অভিনেত্রী। এখন রণবীর-আলিয়ার ছোট্ট সোনাকে দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন ভক্তরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥