বলিউডের (Bollywood) প্রথম সারির অভিনেত্রীদের নামের তালিকা যদি তৈরি করা হয় তাহলে সেখানে অবশ্যই স্থান করে নেবেন আলিয়া ভাট (Alia Bhatt)। শীঘ্রই হলিউডে পা রাখতে চলেছেন মহেশ ভাটের (Mahesh Bhatt) কন্যা। কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন- দু’দিক থেকেই এখন খুব ভালো সময় কাটাচ্ছেন তিনি। কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের জন্যেও মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী।
মহেশ ভাটের আদুরে মেয়ে ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’এর মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি অভিনেত্রীকে। একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন আলিয়া। তথাকথিত কমার্শিয়াল ছবির পাশাপাশি ভিন্ন ধারার ছবিতে কাজ করে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।
গত প্রায় এক দশকের কেরিয়ারে নিজের দুর্দান্ত কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের সৌজন্যেও বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন আলিয়া। বহুবার যেমন শোনা গিয়েছে, তিনি নাকি মহেশ এবং সোনি রাজদানের মেয়ে নন, বরং তাঁর মা হলেন সৎ দিদি পূজা ভাট (Pooja Bhatt)। বেশ কয়েকবার আলিয়া নিজে অবধি এই বিষয়ে মুখ খুলছিলেন।
করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’এ একবার এই বিষয়ে কথা বলতে শোনা গিয়েছিল রণবীর কাপুরের স্ত্রীকে। করণ অভিনেত্রীকে প্রশ্ন করেছিলেন, নিজের বিষয়ে সবচেয়ে খারাপ কোন গুজব তিনি শুনেছেন? জবাবে আলিয়া বলেছিলেন, ‘এটা যে আমি নাকি মহেশ ভাট এবং পূজা ভাটের মেয়ে’।
যদিও এই একবারই নয়, এরপর ফের ‘২ স্টেটস’ ছবির প্রচারে গিয়েও এই বিষয়ে মুখ খুলেছিলেন আলিয়া। রণবীর ঘরণী স্পষ্ট বলেছিলেন, ‘এটা খুবই হাস্যকর একটা বিষয়। আমার মনে হয় এটা যিনি লিখেছেন তাঁর নিজের মাথার চিকিৎসা করানো উচিত’।
প্রসঙ্গত উল্লেখ্য, একবার এক সাক্ষাৎকারে মহেশ বলেছিলেন, পূজা যদি ওনার মেয়ে না হতেন তাহলে তিনি পূজাকে বিয়ে করে নিতেন। এরপর তাঁদের দু’জনের একটি বিতর্কিত ম্যাগাজিন শ্যুটের ছবি প্রকাশ্যে আসতেই শোনা যেতে থাকে, আলিয়া নাকি মহেশ এবং পূজার মেয়ে। অবশেষে একপ্রকার বাধ্য হয়েই রণবীর ঘরণীকে এই বিষয়ে মুখ খুলতে হয় এবং নিজের বক্তব্যের মাধ্যমেই সকল জল্পনার অবসান ঘটান আলিয়া।