• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিওয়ালির পরেই আসবে বংশের প্রদীপ! শত লুকালেও ফাঁস আলিয়ার মা হওয়ার দিনক্ষণ, রইল সব আপডেট

Published on:

Alia Bhatt Baby birth date revealed with hospital name

আর মাত্র হতে গোনা কিছু সময়ের অপেক্ষা। এরপরই মা ডাক শুনবেন বলি (Bollywood) সুন্দরী আলিয়া ভাট (Alia Bhatt)। এই মুহূর্তে কাপুর এবং ভাট পরিবারে খুদে সদস্যকে স্বাগত জানানোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বাবা রণবীর কাপুরও (Ranbir Kapoor) দিন গুনছেন সন্তানকে কোলে নেওয়ার অপেক্ষায়। এর মধ্যেই আলিয়ার মা হওয়ার তারিখ এবং স্থান নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে।

গত এপ্রিল মাসে বলি অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সাত পাক ঘুরেছেন আলিয়া। এরপর জুন মাসে প্রেগন্যান্সির সুখবর দেন বলি সুন্দরী। এবার শোনা যাচ্ছে আগামী নভেম্বর মাসের শেষে কিংবা ডিসেম্বর মাসের শুরুর দিকেই সন্তানের জন্ম দিতে চলেছেন রণবীর ঘরণী। শুধু তাই নয়, ডেলিভারির জন্য আলিয়া যে হাসপাতাল বেছে নিয়েছেন সেটির সঙ্গে আবার রয়েছে শ্বশুর ঋষি কাপুরের (Rishi Kapoor) বিশেষ যোগও।

Alia Bhatt baby bump

সন্তান গর্ভে নিয়েই আলিয়া তাই হলিউডের ডেবিউ ছবি ‘হার্ট অফ স্টোন’এর প্রচার শ্যুটিং এবং ‘ডার্লিংস’ ও ‘ব্রহ্মাস্ত্র’র প্রচার চালিয়েছেন। তবে মা হতে আর বেশিদিন বাকি নেই। সেই কারণে এখন আপাতত বাড়িতেই রয়েছেন রণবীর ঘরণী। পাশাপাশি আবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এও জানা যাচ্ছে, মা হওয়ার পরেই কিন্তু কাজে ফিরবেন না তিনি। বরং সন্তানের খেয়াল রাখার জন্য ১ বছরের একটি দীর্ঘ নেবেন মিসেস কাপুর।

শুধু এটুকুই নয়, জানা গিয়েছে আলিয়ার ডেলভারি হওয়ার স্থানও। শোনা গিয়েছে, দক্ষিণ মুম্বইয়ের এইচ এন রিল্যায়েন্স ফাউন্ডেশন হসপিটালে সন্তানের জন্ম দিতে চলেছেন রণবীর ঘরণী। জানিয়ে রাখি, এই হাসপাতালেই আলিয়ার শ্বশুর তথা অভিনেতা ঋষি কাপুরের চিকিৎসা হয়েছিল এবং এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।

Rishi Kapoor

জানা যাচ্ছে, কাপুর পরিবার ইচ্ছা করেই আলিয়ার ডেলিভারির জন্য এই হাসপাতালটি বেছে নিয়েছেন। ঋষি পরলোক গমন করলেও রণবীরের সন্তানের সঙ্গে দাদুর এইটুকু যোগসূত্র রেখে দিতে চাইছে কাপুর পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, ২০১৮ সালে জানা যায় লিউকোমিয়ায় আক্রান্ত হয়েছেন ঋষি কাপুর। এরপর প্রায় ১ বছর ধরে নিউ ইয়র্কে তাঁর চিকিৎসা চলেছিল। ২০১৯ সালে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। তবে ২০২০ সালের ৩০ এপ্রিল আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়েন বর্ষীয়ান অভিনেতা। এইচ এন রিল্যায়েন্স ফাউন্ডেশন হসপিটালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ঋষি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥