• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পৃথিবীর সেরা বাবা হতে চলেছে রণবীর, প্রকাশ্যে স্বামীর প্রশংসায় পঞ্চমুখ মম টু বি আলিয়া

Updated on:

Alia Bhatt talks about hubby Ranbir Kapoor’s biggest strength

চলতি বছরের এপ্রিল মাসেই দীর্ঘ দিনের প্রেমিক এবং ছোটবেলার ক্রাশ রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। এরপর বিয়ের দু’মাসের মাথায়, গত জুন মাসে নিজের প্রেগন্যান্সির সংবাদ ঘোষণা করেন তিনি। এরপর থেকেই সংবাদমাধ্যম জুড়ে শুধুই যেন ‘রণলিয়া’র চর্চা।

গর্ভাবস্থার কথা ঘোষণা করার পর থেকেই আলিয়াও মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে তাঁর ‘প্রেগন্যান্সি ক্রেভিং’ নিয়ে নানান ছবি শেয়ার করেন। সম্প্রতি যেমন একটি ছবিতে দেখা গিয়েছিল, বই এবং তিরামিশু নিয়ে বসেছেন অভিনেত্রী। জীবনের এই সবচেয়ে সুন্দর পর্যায়টিকে একেবারে চুটিয়ে এনজয় করছেন বলি সুন্দরী।

Alia Bhatt

পাশাপাশি স্বামী রণবীরও কিন্তু এই সময় আলিয়ার খেয়াল রাখায় কোনও ত্রুটি রাখছেন না। আলিয়া নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ও (রণবীর) সবসময়ই আমার ভালো খেয়াল রেখেছে। তবে এখন আরও বেশি খেয়াল রাখে। যদি তুমি জিজ্ঞেস করো, ও আমার পা ম্যাসাজ করে দেয় কিনা, তাহলে উত্তর হবে ‘না’। কিন্তু ও আমার স্পেশ্যাল অনুভব করানোর জন্য অনেক জিনিস করে। আর এখন তো সেগুলির পরিমাণও বেড়ে গিয়েছে’।

তবে শুধু এটুকুই নয়, আলিয়া এরপর তাঁর স্বামী রণবীরের সবচেয়ে বড় শক্তির (Biggest strength) কথাও প্রথমবার জনসমক্ষে ফাঁস করেছেন। অভিনেত্রী এই বিষয়ে বলেন, ‘ও সব সময় কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করে না। সব সময় যে ওঁকে একটা পয়েন্ট বলতেই হবে, এটা ওঁর মনে হয় না। ও জিনিসের প্রতি লক্ষ্য রাখতে ভালোবাসে। ও কিছু না ভেবেই চুপ করে বসে থাকতে পারে। আর এটাই ওঁর সবচেয়ে বড় শক্তি’।

Ranbir Kapoor and Alia Bhatt

আলিয়া এবং রণবীর বি-টাউনের সবচেয়ে জনপ্রিয় তারকা দম্পতিদের মধ্যে একজন। তাঁদের মধ্যেকার ভালোবাসাও যেন সময়ের সঙ্গে আরও বাড়ছে। সম্প্রতি যেমন অভিনেত্রী একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁকে বধূবেশে দেখার পর রণবীরের চোখ ছলছল করে উঠেছিল। যা দেখে তাঁর নাকি বেশ ভালোলেগেছিল।

বলিপাড়ার এই তারকা দম্পতির কাজের দিক থেকে বলা হলে, গত জুলাই মাসের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রণবীরের ‘শামশেরা’। বক্স অফিসে ভালো ব্যবসা করতে ব্যর্থ হয়েছে ছবিটি। অপরদিকে আলিয়া এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি ‘ডার্লিংস’এর প্রচার সারছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥