• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের দুমাসের মাথায় গর্ভবতী, শুভেচ্ছার সাথে এসেছে কটাক্ষ! অবশেষে নিন্দুকদের কড়া জবাব আলিয়ার

বলিউডের নামী অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) এই মুহূর্তে জীবনের অন্যতম সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। একদিকে অভিনেত্রী তাঁর প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। অপরদিকে তাঁর হাতে রয়েছে একের পর এক প্রোজেক্ট। তবে অভিনেত্রী যতই সুখের সময়ের মধ্যে দিয়ে যাক না কেন, নেটিজেনদের একাংশ কিন্তু তাঁকে নিশানা করতে ছাড়ছে না। বিয়ের দু’মাসের মাথাতেই তিনি কীভাবে প্রেগন্যান্ট (Pregnant) হলেন তা নিয়ে আলিয়াকে কম খোঁটা শুনতে হয়নি।

আলিয়া সদ্য তাঁর হলিউড প্রোজেক্ট ‘হার্ট অফ স্টোন’এর শ্যুটিং সেরে দেশে ফিরেছেন। এই মুহূর্তে অভিনেত্রী চুটিয়ে তাঁর আসন্ন ছবি ‘ডার্লিংস’এর প্রচার সারছেন। আর সেখানেই এবার তিনি ট্রোলারদের একহাত নিলেন। দু’মাসের মাথায় গর্ভবতী হওয়া নিয়ে তাঁকে যারা খোঁচা দেওয়া কথাবার্তা বলেছিলেন, তাঁদেরকেই একেবারে ধুয়ে দিলেন রণবীর কাপুরের ঘরণী।

   

Alia Bhatt

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‘ডার্লিংস’এর প্রচারে আলিয়াকে তাঁর প্রেগন্যান্সি নিয়ে অনলাইনে হওয়া ট্রোলিংয়ের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল। যা শুনে অভিনেত্রীর সাফ জবাব ছিল, এমন ‘ফালতু’ কথায় তিনি কান দেন না।

আলিয়া বলেন, ‘একজন মহিলা যাই করুক না কেন তা সংবাদের শিরোনামে চলে আসে। সে মা হতে চলুক, নতুন কারোর সঙ্গে সম্পর্কে জড়াক, ক্রিকেট ম্যাচ দেখতে যাক কিংবা কোথাও ঘুরতে যান। যে কারণেই হোক না কেন, সব সময় লোকের নজর শুধু মেয়েদের দিকেই থাকে’।

Alia Bhatt speaking

শুধু এটুকুই নয়, আলিয়া এও বলেছেন, তিনি জানেন কীভাবে কাজ এবং ব্যক্তিগত জীবন সামলাতে হয়। আর ভালো জিনিস সব সময় প্ল্যান করে হয় না। সেটা নিজে থেকেই হয়ে যায়। তবে অভিনেত্রী এর সঙ্গে এটা জানাতেও ভোলেননি যে তিনি বেশ কিছু প্রতিবেদন এমনও পড়েছেন, যেখানে তাঁর পছন্দকে ‘বিচার’ করা হয়নি। অভিনেত্রীর কথায়, ‘আমি বুঝতে পারছি যে নিজে থেকেই বিষয়টা বদলাচ্ছে। আর বাকি বিষয়ে একজনের খুব বেশি মনোযোগ না দেওয়াই ভালো’।

চলতি বছর এপ্রিল মাসে মহেশ ভাটের কন্যা আলিয়া দীর্ঘ দিনের প্রেমিক রণবীরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। বিয়ের দু’মাসের মাথাতেই প্রেগন্যান্সির সুখবর দেন নায়িকা। সামাজিক মাধ্যমে একটি মিষ্টি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘আমাদের সন্তান শীঘ্রই আসছে’।