• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাংবাদিকদের ক্যামেরায় বন্দি ব্যক্তিগত মুহূর্ত! গোপনীয়তা ফাঁস হতেই পুলিশে নালিশ আলিয়ার

বলিউড (Bollywood) অভিনেত্রী আলিয়া ভাটকে (Alia Bhatt) নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। কখনও নিজের কাজের জন্য, কখনও আবার ব্যক্তিগত জীবনের সৌজন্যে আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রীই একটি নামী সংবাদমাধ্যমের (Media house) বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। সেই সঙ্গেই তাঁদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ‘গোপনীয়তা ভঙ্গ’ করার।

আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social media) আলিয়ার একটি ছবি ভাইরাল (Viral) হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে, নিজের বাড়ির লিভিং রুমে বসে রয়েছেন তিনি। একটি স্বনামধন্য সংবাদমাধ্যমের তরফ থেকে সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়। আর তাতেই বাঁধে বিপত্তি। অভিনেত্রী জানান, কীভাবে তাঁদের সামনের বাড়ির ছাদে উঠে দু’জন চিত্র সাংবাদিক তাঁকে না জানিয়েই সেই ছবি তোলেন।

   

Alia Bhatt, Alia Bhatt angry, Alia Bhatt invasion of privacy

ছবিটি শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘ইয়ার্কি হচ্ছে? আমি নিজের বাড়ির লিভিং রুমে বসে খুবই সাধারণ একটি দুপুর কাটাচ্ছিলাম। কিন্তু হঠাৎ আমার মনে হয়, আমায় কেউ দেখছে। মুখ তুলতেই দেখি সামনের বাড়ির ছাদ থেকে দু’জন পুরুষ আমার দিকে ক্যমেরা তাক করে রয়েছেন। কোন দুনিয়ায় এই কাজটা ঠিক? এটা একজন মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা। একটা সীমা থাকে যা কখনও অতিক্রম করা উচিত নয়। কিন্তু আজ সেই সীমা অতিক্রম করা হয়েছে’।

আলিয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মুম্বই পুলিশকেও ট্যাগ করেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে তাঁর সেই স্টোরির স্ক্রিনশট। এরপর মিসেস কাপুরের পাশে দাঁড়িয়ে মুখ খোলেন আর এক বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। তিনি জানান, একই সংবাদমাধ্যমের তরফ থেকে তাঁর মেয়ে ভামিকার ছবিও ফাঁস করে দেওয়া হয়েছিল।

Alia Bhatt and Anushka Sharma

অনুষ্কা লেখেন, ‘এই প্রথমবার এনারা এটা করছেন না। প্রায় দু’বছর আগে একই কারণের জন্য আমরা আমরাও মুখ খুলেছিল। সেই ঘটনার পর ওনাদের আরও বেশি সচেতন হয়ে যাওয়া উচিত ছিল। জঘন্য! বহুবার অনুরোধ করা সত্ত্বেও শুধুমাত্র এনারাই আমাদের মেয়ের ছবিও ফাঁস করে দিয়েছিল’।

Anushka Sharma and Arjun Kapoor support Alia Bhatt

আলিয়ার পাশে দাঁড়িয়ে মুখ খোলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুরও। তিনি লেখেন, ‘একেবারে নির্লজ্জ ব্যবহার! সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে। এক মুহূর্তের জন্য ভুলে যান উনি তারকা কিনা। একজন মহিলা নিজের বাড়িতেই সুরক্ষিতবোধ করছেন না। তারকাদের ছবি তোলাটাই যাদের পেশা তাঁদের বলতে চাই এটা জঘন্য কাজ। আপনাদের আমরা বিশ্বাস করি, জানি এটা আপনাদের কাজ। কিন্তু একজন মহিলাকে অসুরক্ষিত অনুভব করানো কিংবা কারোর গোপনীয়তা ভঙ্গ করা স্টকিং ছাড়া আর কিছুই নয়’।

site