২০২২ সালটা যেন একমাত্র একজন বলিউড অভিনেত্রীরই। তিনি হলেন আলিয়া ভাট (Alia Bhatt)। কাজের দিক থেকে বলা হোক, বা ব্যক্তিগত জীবনের দিক থেকে মহেশ ভাটের কন্যা এখন দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আলিয়া অভিনীত ‘আরআরআর’ বক্স অফিসে রেকর্ড গড়েছে। ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ও বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। আবার চলতি বছরই হলিউড (Hollywood) ডেবিউ হতে চলেছে তাঁর।
‘হার্ট অফ স্টোন’এর মাধ্যমে হলিউডে পা রাখতে চলেছেন আলিয়া। সেই ছবিতে গ্যাল গ্যাডটের সঙ্গে স্ক্রিন ভাগ করেছেন বলি সুন্দরী। গত জুলাই মাসে সেই ছবির শ্যুটিং সম্পূর্ণ করে দেশে ফিরেছেন নায়িকা। এবার এক সাক্ষাৎকারে হলিউডে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা (Work experience) ভাগ করে নিলেন অভিনেত্রী।
আলিয়া বলেন, ‘এই প্রথম আমার বড় ইংরেজি ছবিতে কাজ করার অভিজ্ঞতা হল। আর প্রথমবার অ্যাকশন ছবিতে কাজ করার জন্য বেশ পরিশ্রম করতে হয়েছে। তার ওপর আমি যেহেতু গর্ভবতী ছিলাম, তাই আমায় অনেক দিক দেখতে হয়েছে। তবে ওনারা আমার জন্য সবকিছু খুব সহজ করে দিয়েছিলেন। আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করা হয়েছিল যে কোনোদিন আমি সেই অভিজ্ঞতা ভুলব না’।
এরপর গ্যাল গ্যাডট এবং জেমি ডোরনানের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন রণবীর কাপুরের ঘরণী। অভিনেত্রী বলেন, ‘গ্যাল, জেমি ডোরনান এবং আমার পরিচালক টম হারপারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আমার মনে হয় হার্ট অফ স্টোনে দারুণ জিনিস দেখানো হবে এবং সম্পূর্ণ বিশ্বের সেই ছবি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না’।
হলিউডের এই বড় প্রোজেক্ট ছাড়াও, আলিয়ার হাতে এখন একগাদা প্রোজেক্ট রয়েছে। আগামী ৫ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘ডার্লিংস’। সেই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন শেফালি শাহ এবং বিজয় ভার্মা। এউ ছবিতে গার্হস্থ্য হিংসার একজন শিকার হিসেবে আলিয়াকে দেখানো হবে।
‘ডার্লিংস’ ছাড়াও চলতি বছরের ৯ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে আলিয়া এবং তাঁর স্বামী রণবীর অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এছাড়াও তাঁর হাতে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানী কি প্রেম কাহিনী’ ছবিটিও রয়েছে।