সম্প্রতিকালে গোটা বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির ওপর দিয়ে যেন শনির দশা যাচ্ছে। একসময় সুপারস্টারদের ছবি মানেই যেখানে হিট ছিল সেখানে সব ছবিই প্রায় ফ্লপ (Flop)। কয়েকশো কোটি টাকা খরচ করে সুপারস্টারদের নিয়ে ছবিও মুখ থুবড়ে পড়ছে। দর্শকদের কাছে একপ্রকার বয়কটের তালিকায় সমস্ত বলিউডের ছবি। এসবের জেরে তারকারাও রীতিমত সাবধান হয়েছেন, পরিস্থিতি বুঝে কাজ করছেন। কিন্তু এবার হটাৎই বেফাঁস মন্তব্য করে বসলেন আলিয়া ভাট (Alia Bhatt)।
এমনিতেই নেপোটিজম (Nepotism) নিয়ে বিতর্ক কম নেই! মহেশ ভাটের মেয়ে হওয়ার জেরে অনেক কটাক্ষ শুনতে হয় আলিয়াকে। কিন্তু এবার এক সাক্ষাৎকারে দর্শকদের উদ্দেশ্যে সোজা জবাব দিয়েছেন অভিনেত্রী। আলিয়া বলেন, ‘আপনাদের যদি আমাকে না পছন্দ হয় তাহলে আমার সিনেমা দেখবেন না। আমার কিছুই করার নেই এই বিষয়ে’। অভিনেত্রীর মুখ এই কথা শোনার পরেই একপ্রকার ধিক্কার জানিয়েছে নেটপাড়া।
আসলে বিগত বেশ কয়েক মাস ধরে যে বয়কট ট্রেন্ড চলে আসছে তাতে একাধিক সিনেমা ফ্লপ হয়েছে। আর ফ্লপ হওয়ার আগেই সিনেমাগুলি নিয়ে বয়কটের ডাকে সরব ছিল নেটপাড়া। উদাহরণ স্বরূপ অক্ষয় কুমারের পৃথ্বীরাজ থেকে আমিরের লাল সিং চাড্ডাকেই ধরে নেওয়া যেতে পারে। কিন্তু তারপর যখন সবাই সচেতন হয়েছেন সেখানে আলিয়ার এই মন্তব্য মেনে নিতে পারছেন না নেটিজেনদের অনেকেই।
অবশ্য আলিয়া কিন্তু প্রথম এমন মন্তব্য করে বসেননি। কিছুদিন আগেই লাল সিং চাড্ডা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর কারিনা কাপুরও এমন ধরনের মন্তব্য করেন। তাই আলিয়ার এই মন্তব্য যে আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’ (Bramhastra) ছবির জন্য বিপদ ডেকে আনতে পারে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, আলিয়ার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। নেটপাড়ায় আগেই ব্রহ্মাস্ত্র ছবি বয়কটের ডাক উঠেছিল, যেটা আরো জোরালো হয়েছে। এক নেটিজেন আলিয়ার মন্তব্যের ভিডিও শেয়ার করে লিখেছেন, আলিয়া চান না যে তার ছবি লোকে দেখুক। তাঁর ইচ্ছাই পূরণ হবে। দর্শকরা আলিয়ার কাছে শুধুমাত্র টিকিট কেনার লোক, শুধু টাকা চাই ভালো দর্শক চাই না।’
Alia Bhatt is very angry on public and she said- Don’t watch my film if you don’t like me. Thank you madam. We will honour ur advise. So #BoycottBrahmastra will rock.#Bycottbollywood
#
https://t.co/GETxRZlCWl— Rakesh Kumar (@Rakeshkr14m) August 22, 2022
তবে আলিয়ার মন্তব্যের আগেও ব্রহ্মাস্ত্র ছবি নিয়ে বয়কটের ডাক উঠেছিল। প্রথম যখন ছবির ট্রেলার প্রকাশ্যে আসে তখন রণবীর কাপুরকে জুতো পরে মন্দিরে প্রবেশ করতে দেখা গিয়েছিল। এর জেরে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা নিয়ে তীব্র সমালোচনা ও বয়কটের ডাক উঠেছিল। তবে পরিচালক সাফাই দেন না ব্যাপারটা আসলে তেমনটা ছিল না।