নানান জল্পনা কল্পনার অশ্বসং ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে করণ জোহারের (Karan Johar) বহু প্রতীক্ষিত টক শো ‘কফি উইথ করণ’ (Koffee With Karan)। সপ্তাহেই অর্থাৎ ৭ জুলাই দর্শকদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আসতে চলেছে করণ জোহরের ‘কফি উইথ করণ সিজন ৭’। তবে এবছর আর টেলিভিশনের পর্দায় নয়, জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে করণের সাথে আড্ডা জমাতে দেখা যাবে বলিউডের সেলিব্রেটি অতিথিদের।
আজ অর্থাৎ মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে এই শোয়ের প্রথম এপিসোডের ট্রেলার। সেখানেই দেখা যাচ্ছে প্রথম দিনেই করণের সাথে কফির কাপে চুমুক দিতে আসছেন ‘রকি অর রানী কি প্রেম কাহানি’ জুটি অর্থাৎ কাপুর পরিবারের পুত্রবধূ আলিয়া ভাট (Alia Bhatt) এবং বলিউডের ‘গাল্লি বয়’ অর্থাৎ অভিনেতা রণবীর সিং (Ranbir Singh)। প্রসঙ্গত ১৪ই এপ্রিল এনবির কাপুরের সাথে সাতপাকে বাঁধা পড়ছেন আলিয়া।
এরপর মাত্র আড়াইমাসের মাথায় মা হওয়ার খবর দিয়ে সবাইকে একেবারে চমকে দিয়েছেন আলিয়া। এরইমধ্যে ‘কফি উইথ করণ’-এর প্রোমো সামনে আসতেই দেখা গেল শো হোস্ট করণ বলছেন আজ আমার অতিথি তুই সুখি দম্পতির যদিও তারা একে অপরের সাথে বিবাহিত নয়। তবে মজার বিষয় হলো রণবীর সিং এবং আলিয়া ভাট যেমন একে অপরের বন্ধু তেমনি তাদের স্বামী স্ত্রী হলেন একে অপরের প্রাক্তন প্রেমিক প্রেমিকা।
হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর সম্পর্কে।যদিও এখন তারা দুজনেই নিজেদের সম্পর্কে অনেকটাই এগিয়ে গিয়েছেন। তাই পুরনো কাসুন্দি ঘেঁটে আর লাভ নেই। এদিন রণবীর সিংয়ের সাথে করণের শোতে এসে নিজের বিয়ে সংক্রান্ত নানা সিক্রেট ফাঁস করেছেন আলিয়া। সেখানেই এদিন আলিয়ার কারণ প্রশ্ন রেখে জানতে চেয়ে ছিলেন বিয়ে সংক্রান্ত এমন একটি মিথ যা বিয়ের পরেই তার ভেঙে গিয়েছে।
View this post on Instagram
একথা শুনে এক মুহূর্ত সময় নষ্ট না করে সকলের সামনে আলিয়া বলে ওঠেন ‘আসলে ওসব ফুলশয্যা বলে কিছুই হয় না। কারণ সবাই ভীষণ ক্লান্ত থাকেন।’ এরপরেই আলিয়াকে ৩০ সেকেন্ড সময় দিয়ে করণ তাকে ‘মাই ম্যারেজ’ নিয়ে বলতে বলেন। কথা বুঝতে না পেরে আলিয়া করণের বিয়ে সম্পর্কে বলতে শুরু করে দেন। তার এসব কান্ডকারখানা দেখে হেসে গড়িয়ে পড়েন রণবীর করণ। হাসতে হাসতে রণবীর তাকে ‘জিনিয়াস অফ দ্য ইয়ার’-এর তকমা দিয়ে দেন।