আলিয়া ভাট (Alia Bhatt) আর রণবীর কাপুর (Ranbir Kapoor) সম্প্রতি দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন যেন থামছেই না। দীর্ঘ দু বছরেরও বেশি সময় ধরে একে অপরকে ডেটিং করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাছাড়া অ্যাওয়ার্ড শো থেকে শুরু করে প্রকাশ্যে বহুবার একসাথে দেখা গিয়েছে দুজনকে। এমনকি একসাথে ছুটি কাটাতেও গিয়েছেন দুজন মিলে। আর এই থেকেই অভিনেত্রী ও অভিনেতার লক্ষ লক্ষ অনুগামীদের মনে প্রশ্নের সূত্রপাত কবে বিয়ে করছেন বলিউডের এই তারকা জুটি।
এবছর লকডাউন থেকে শুরু করে লকডাউনের পরে বহু বলিউড (Bollywood) তারকারা বিয়ে সেরে ফেলেছেন। এমনকি অনেক সেলেব দম্পতিদের পরিবারে এসেছে নতুন অতিথি। অর্থাৎ মহামারীর মধ্যেও বলিউডে খুশির হাওয়া অব্যাহত থেকেছে। অনেকেই ভেবেছিলেন যে হয়তো ২০২০ সালেই বিয়ে করবেন আলিয়া ভাট (Alia Bhatt) ও রণবীর কাপুর (Ranbir Kapoor)। কিন্তু বছর শেষ হতে চললেও সেভাবে কোনো তোড়জোড় না দেখে অনুগামীদের মধ্যে ধারণে জেগেছে হয়তো আগামী ২০২১ এই বিয়ে করতে চলেছেন আলিয়া ও রণবীর।
অনেকের মতে ২০২০তে কাজের চাপের আর মহামারীর কারণেই বিয়ে পিছিয়ে নিয়েছেন এই তারকা জুটি। এই নিয়ে ব্যাপক গুঞ্জন ও জল্পনা চলছে বি টাউনে। এবার এই সমস্ত জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রীআলিয়া ভাট নিজেই। সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল তার বিয়ের বিষয় নিয়ে। তখন অভিনেত্রী উত্তরে যা বললেন তা শুনে হয়তো অনেকের মন ভেঙে যেতে পারে।
অভিনেত্রী কে বিয়ে বিয়ে প্রশ্ন করা হলে আলিয়া ভাট (Alia Bhatt) বলেন, ‘আমার বয়স মাত্র ২৫। আমার মনে হয় বিয়ে করার জন্য এটা খুবই অল্প বয়স। আমি এখন মোটেও বিয়ে করতে চাই না।’ অভিনেত্রী সাংবাদিকদেরকে প্রশ্ন করে বলেন, ‘আপনারা কেন হটাৎ করে আমায় বিয়ে নিয়ে প্রশ্ন করছেন! এটা কি বিয়ের বয়স বলে মনে হয়।