মা হতে চলেছেন আলিয়া ভাট (Alia Bhatt Pregnent)। হ্যাঁ ঠিকই দেখছেন, বলিউডের পাওয়ার কাপল রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট এর ঘরে শীঘ্রই আসতে চলেছে সন্তান। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এই সুখবর শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। যেটা শেয়ার হওয়ার পরেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে।
আলিয়া ভাট নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন। যার প্রথমটিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন আলিয়া। আর ঠিক তাঁর পাশেই বসে রয়েছেন রণবীর কাপুর। আর অন্য দিকে স্ক্রিনে দেখা যাচ্ছে আল্ট্রাসনোগ্রাফী হচ্ছে। যদিও আল্ট্রাসোনোগ্রাফি এর স্ক্রীনটিকে একটি হার্ট চিহ্ন দিয়ে ঢেকে দিয়েছেন অভিনেত্রী। তবে যারা বুঝবার তাঁরা ঠিকই বুঝে গিয়েছে।
শুধু এই ছবিটিই নয় সাথে আরও একটি ছবি শেয়ার করেছেন আলিয়া। সেই ছবিতে বাঘ বাঘিনী ও তাদের ছোট্ট সন্তানকে দেখা যাচ্ছে। একদিকে হাসপাতালের বেডে শুয়ে আল্ট্রাসোনোগ্রাফি আর অন্যদিকে সন্তান সহ বাঘ বাঘিনী এতেই সবটা স্পষ্ট। বিয়ের দু মাসের মাথাতেই অন্তঃসত্ত্বা হয়েছেন আলিয়া। আর এবার রণবীর-আলিয়ার ঘরে আসতে চলেছে তাদের প্রথম সন্তান।
View this post on Instagram
আলিয়ার এই ছবি শেয়ার করার পর মুহূর্তের মধ্যেই সুপার ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি। ৩০ মিনিটেই ১০ লক্ষ লাইক পরে গিয়েছে ছবিতে। আর ছবি শেয়ার করে ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘আমাদের সন্তান শীঘ্রই আসছে’। ভাইরাল এই ছবিতে বলি তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া থেকে মৌনী রায়, রাকুল প্রীত, পরিণীতি চোপড়া, করণ জোহর সকলেই শুভেচ্ছায় ভরিয়েছেন আলিয়াকে।
এছাড়াও অসংখ্য ভক্তরা ও নেতিজ্ঞরাও শুভেচ্ছায় ভাসিয়েছেন আলিয়ার সোশ্যাল মিডিয়া। দীর্ঘদিন ধরেই আলিয়া ও রণবীরের জন্য অপেক্ষায় ছিলেন নেটিজেনরা। অবশেষে এবছরেই হয়েছে বিয়ে। আর বিয়ের ২ মাসের মাথাতেই এমন একটা সুখবর পেয়ে রীতিমত উচ্ছসিত ভক্তরা।