• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়েছিল আলিয়া, বাধ্য হয়ে করেছে বিয়ে! অবশেষে সামনে এল আসল সত্যি

Published on:

Alia Bhatt got pregnant before marriage speculate netizens

বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রীদের মধ্য একজন হলেন আলিয়া ভাট (Alia Bhatt)। অভিনেত্রীর কাজের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও নেটিজেনদের মধ্যে কম চর্চা হয় না। রণবীরের সঙ্গে বিয়ে থেকে শুরু করে অভিনেত্রীর প্রেগন্যান্সি (Pregnancy)- সব নিয়ে চর্চা চলতেই থাকে।

সম্প্রতি যেমন স্বামী রণবীর কাপুরের সঙ্গে তাঁদের আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারে গিয়েছিলেন আলিয়া। সেখানে অভিনেত্রীকে দেখা গিয়েছিল, গোলাপি রঙের একটি ফিনফিনে টপ এবং কালো রঙের প্যান্টে। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল নায়িকার বেবি বাম্প (Baby bump)। হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজও দেন দু’জনে।

Alia Bhatt and Ranbir Kapoor

আর আলিয়ার বেবি বাম্প দেখার পর থেকেই ফের নেটমাধ্যমে চর্চা শুরু হয়ে গিয়েছে। গত এপ্রিল মাসে গাঁটছড়া বেঁধেছেন রণবীর এবং আলিয়া। গত জুন মাসে প্রেগন্যান্সির কথা ঘোষণা করেন অভিনেত্রী। নেটিজেনদের একাংশের মতে, আলিয়াকে দেখে মনে হচ্ছেই না, তিনি দু’মাসের অন্তঃসত্ত্বা। এমনকি চার মাসের প্রেগন্যান্টও মনে হচ্ছে না তাঁকে।

নেট দুনিয়ার নাগরিকদের একাংশের মতে, মহেশ ভাটের কন্যা বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়ে পড়েছিলেন। তাই ঋষি কাপুরের পুত্র রণবীর কাপির বাধ্য হয়ে তাঁকে বিয়ে করেন। যতই হোক, অভিনেতার ‘ক্যাসানোভা’ স্বভাবের কথা তো অনুরাগীদের অজানা নয়।

Ranbir Kapoor

দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্কে থাকাকালীন ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর। যা নিয়ে কম চর্চা হয়নি। সাত পাক ঘোরার আগে বহু সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। তবে একটিও টেকেনি। এমনকি অনেকের দাবি, রণবীরের মা নীতু কাপুরও নাকি তারকা জুটির তড়িঘড়ি সাত পাক বাঁধার সিদ্ধান্তকে এই কারণেই মেনে নিয়েছেন।

Alia Bhatt baby bump

বিয়ের পর পরই প্রেগন্যান্সির কথা ঘোষণা করার পর সম্প্রতি ‘বেবিমুন’এও গিয়েছিলেন ‘রণলিয়া’ জুটি। ফিরে এসে ফের চুটিয়ে কাজ শুরু করে দিয়েছেন দু’জনে। সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত ‘ডার্লিংস’। সেখানে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এখন তারকা দম্পতি তাঁদের আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’র প্রচার চালাচ্ছেন। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে সেই সিনেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥