দেশে করোনার (Corona virus) দ্বিতীয় ঢেউ (Second wave) মারাত্মক রকমভাবে আছড়ে পড়েছে। আগের বারের থেকেও ভয়াবহ এবারের পরিস্থিতি। সারাদেশে ইতিমধ্যেই শুরু হয়েছে অক্সিজেনের আকাল, বেডের জন্য চলছে হাহাকার৷ রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। যে যতটুকু পারছেন সাধ্যমতো বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত।
গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে হাহাকারের পোস্টে। কেউ বা চাইছেন অক্সিজেন, কেউ বা খোঁজ করছেন রক্তের, আবার কেউ বা কাছাকাছি কোনো হাসপাতালে বেড ফাঁকা রয়েছে কিনা জানতে সাহায্য চাইছেন সাইবারবাসীর কাছে। নেটিজেনরা সাধ্যমতো সেইসব পোস্ট শেয়ার করে ছড়িয়ে দিচ্ছেন, যাতে আক্রান্ত অসহায় মানুষদের খানিক সুরাহা মেলে।
এবার এই দলে নাম লেখালেন অভিনেত্রী আলিয়া ভাট ও। করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে তিনিও তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন করোনা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সাংবাদিক ফায়া ডি’স্যুজার কাঁধে কাঁধ মিলিয়েই এই কাজে সামিল হয়েছেন তিনি।
এদিন তিনি লিখেছেন, ” সময়টা খুব অনিশ্চিত। তাই আমাদের প্রয়োজন যথাযথ পরিকাঠামো এবং সঠিক তথ্য। পরিকাঠামোর উন্নতি আমাদের নেই কিন্তু সঠিক তথ্য তুলে ধরে আমরা মানুষের পাশে থাকতে পারি। আমি এবং ফায়া সেই চেষ্টাই করব, আপনারা সুস্থ থাকুন, সাবধানে থাকুন।”
করোনা সারতেই বলিউডের প্রিয় হলিডে গন্তব্য মালদ্বীপে পাড়ি দিয়েছিলেন রণবীর আলিয়া। মুম্বাই এয়ারপোর্টে দুজনকে একত্রে দেখা যাওয়ার পর তাদের নিয়ে শুরু হয় দারুণ কটাক্ষ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হলে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়ে।