দীর্ঘ দিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ১৪ই এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট (Ranbir Kapoor Alia Bhatt)। বিয়ের ছবি থেকে মেহেন্দি ও প্রি ওয়েডিং সেলিব্রেশনের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। বাকি সেলেব্রিটিদের মত ডেস্টিনেশন ওয়েডিং নয় বরং নিজের পৈতৃক বাড়িতেই হয়েছে বিয়ে। আর বিয়ের পর রীতিমেনে নববধূ আলিয়া এবার প্রবেশ করেছেন রান্নাঘরে (Kitchen)।
বিয়ের পর নিয়মমত শ্বশুরবাড়ি গিয়ে রান্না করে খাওয়াতে হয় শ্বশুরবাড়ির লোকেদের। একেবারে তেমন না হলেও সেরকমই ব্যাপার দেখা গিয়েছে। ‘বাস্তু’ অ্যাপার্টমেন্টে নতুন সংসার পেতে বিয়ের পর প্রথমবার রান্নাঘরে হাজির হলেই আলিয়া। অভিনেত্রীর নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানেই রান্নাঘরে গিয়ে রান্নার ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি।
অবশ্য আলিয়া একা রান্না করেননি, সাথে রয়েছে আরও দুই শেফ। যার মধ্যে একজন হলেন দিলীপ পণ্ডিত যিনি বিশ্ব বিখ্যাত মটনের রেসিপি বানাতে পারেন। কিন্তু আলিয়া সেই স্বাদ উপভোগ করতে পারেন না, কারণ আলিয়া সম্পূর্ণ নিরামিষ খাবার খান। রান্না ঘরের শেফের তত্ত্বাবধানেই সবজি কেটে রান্না করেছেন আলিয়া। দেখে বোঝাই যাচ্ছে যে হয়তো প্রথমবারই সবজি কাটছেন তিনি।
আলিয়ার রান্নাঘরের এই ভিডিও বিয়ের পর বেশ ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দক্ষিণী রেসিপি ‘জুকিনি সবজি’ তৈরী করেছেন অভিনেত্রী। তবে মজার বিষয় হল ভিডিওটা কিন্তু সম্প্রতি রান্না করার নয়। তারিখ দেখলেই বোঝা যায় যে প্রায় ২ বছর আগের ভিডিও এটি। কিন্তু যেহেতু সদ্য বিয়ে মিটেছে তাই অনেকেই ভাবছেন এটাই হয়তো আলিয়ার বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম রান্না।
তাই সোশ্যাল মিডিয়াতে নতুন করে ভাইরাল হয়ে পড়েছে এই ভিডিওটি। যেটা দিকে নেটিজেনরা বেশ মজাও পেয়েছেন। তবে রান্না দেখার পাশাপাশি অনেকেই আলিয়ার বিউটি সিক্রেট জানতে চেয়েছেন ভিডিও দেখে। ভিডিওতে শেফ দিলীপকে বলতে শোনা গিয়েছে যে আলিয়া নাকি মাসে ৪-৫ বার নিজের ডায়েট বদল করেন। কারণ একই জিনিস বেশিদিন খেতে ভালো লাগে না তাঁর।
প্রসঙ্গত, বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও পা দিয়েছেন আলিয়া ভাট। খুব বেশি ছবি না করলেও নিজেকে বাকিদের থেকে কিছুটা আলাদা প্রমাণ করেছেন তিনি। তেমনি বিয়েতেও বি টাউনের চিরাচরিত প্রথা কিছুটা হলেও ভেঙেছেন। সোনালী কাজ করা শিফনের সাহরী আর এক রঙের ব্লাউজে সেজে দীর্ঘদিনের প্রেমকে বিয়েতে পরিণতি দিয়েছেন রণবীর আলিয়া। দুজনের বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকে শুভেচ্ছায় ভাসিয়েছেন নেটিজেনরা।