• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধু আল্লু নয়, আলিয়াও পারে! বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে সেলিব্রেশনে মাতলেন গাঙ্গুবাঈ

স্টুডেন্ট অফ দ্য ইয়ারের সেই দুষ্টু মিষ্টি মেয়ে আলিয়া যে ‘গাঙ্গুবাঈ’য়ের (Gangubai) মতো এমন কড়া চরিত্রে বাজীমাত করে ফেলবে তা সত্যি বলতে কেউ কল্পনাও করতে পারেনি। নিজের কিউট লুক্স ঝেড়ে একেবারে অন্যরূপে নিজের অভিনয়ের দক্ষতা প্রমান করেছেন আলিয়া এই ছবির মাধ্যমে। সিনে দুনিয়ায় চূড়ান্ত প্রশংসিত হয়েছে আলিয়ার অভিনয়। পাশাপাশি এই ছবি দীর্ঘদিন পর বলিউডকে এক্কেবারে চাঙ্গা করে দিয়েছে। ইতিমধ্যেই বক্স অফিসে ১০০ কোটির ক্লাব ছুঁয়ে ফেলেছে সঞ্জয়লীলা বানসালী পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ‘।

গত ২৫ শে ফেব্রুয়ারী মুক্তি পায় আলিয়া ভাটের বহু প্রতীক্ষিত এই ছবি। প্রথম দুদিন চূড়ান্ত ব্যবসা করলেও তারপর বেশ কিছুদিন আলিয়া ছবি দেখার জন্য হল ভরছিল না৷ স্বভাবতই তা নিয়ে বেশ চিন্তায় ছিলেন প্রযোজক পরিচালকেরা। কিন্তু শেষমেশ মুখ রক্ষা করেছেন আলিয়া। আর তারপরেই গাঙ্গুবাঈয়ের ১০০ কোটির ক্লাবে ঢোকার সেলিব্রেশনে মাতলেন আলিয়া ভাট।

   

Alia in gangubai

হাতে চকোলেট ওয়াফেল নিয়ে সেলিব্রেশনে মেতেছেন আলিয়া, গালে মিষ্টি একটা টোল নিয়ে মুখে তার একরাশ হাসি৷ এদিন এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আলিয়া লেখেন, “Happy century to Gangubai & happy vegan burger fry to Alia, Thank you for all the love” । কমেন্টে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তাবড় তাবড় অভিনেতারা।

আলিয়া ভাট,আল্লু অর্জুন,বলিউড,গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি,Alia bhatt,Bollywood,allu arjun,gangubai kathiawari

প্রসঙ্গত, সঞ্জয়লীলা বানশালির বহু প্রতিক্ষীত সিনেমা ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। মুম্বইয়ের যৌনপল্লীর কামাঠিপুরার সর্দারনি গঙ্গুবাইয়ের জীবনী অবলম্বনে হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইন্স অফ মুম্বই’-এর অবলম্বনেই ছবির চিত্রনাট্য লিখেছেন স্বয়ং সঞ্জয় লীলা বনশালি নিজেই। ছবিতে গঙ্গুবাইয়ের চরিত্রে নাম ভূমিকায় রয়েছেন বলিউডের মিষ্টি অভিনেত্রী আলিয়া ভাট।