• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রনবীর কাপুরকে কবে বিয়ে করছেন! বধূরূপে আলিয়া ভাটের ছবিতে প্রশ্নবান অনুরাগীদের

Published on:

alia bhatt

একটি বিজ্ঞাপনের শ্যুটের জন্য কনে হিসেবে সাজানো হয়েছিল মহেশ ভাট কন্যা আলিয়াকে। আর তার এই ছবি শেয়ার হওয়া মাত্রই নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বধূবেশে আলিয়াকে দেখার পর থেকেই ভক্তদের একটাই প্রশ্ন, রনবীর কাপুরের বউ হিসেবে তাকে কবে দেখতে পাওয়া যাবে!

alia bhatt

মেহেন্দি শিল্পী বীণা নাগদা আলিয়ার এই ছবিটি শেয়ার করেন, যিনি বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের বিয়ের সময় শিরোনামে ছিলেন। নিজের কাজের উদাহরণ দেখাতেই এই ছবি পোস্ট করেছিলেন বীণা৷ পরে আলিয়াও নিজের ইন্সটা হ্যান্ডেলে এই ছবি শেয়ার করেন।

Alia Bhatt আলিয়া ভাট

ছবিতে বধূবেশে আলিয়াকে দেখাচ্ছে অপূর্ব। বীনার করা সুন্দর মেহেন্দি দেখিয়ে আলিয়া পোজ দিয়েছেন৷ ছবিতে আলিয়ার পরনে একটা হালকা গোলাপি রঙা ভারী ল্যাহেঙ্গা, কুন্দনের চোকার,ঝুমকো, এবং মাথায় মাংটিকা।

২০২০ সালেই প্রেনিক রনবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল আলিয়ার। কিন্তু এই প্রাণঘাতী করোনা ভাইরাসই সমস্ত পরিকল্পনা ভেস্তে দেয়। রণবীর ও আলিয়া দুজনে বর্তমানে একটি ছবিতে একত্রেই কাজ করছেন। আর এই ছবির শুটিংয়ের সময়েই একেঅপরের আরো কাছাকাছি এসেছেন দুজনে। আলিয়া সোশ্যাল মিডিয়াতেও সক্রিয়। মাঝে মধ্যেই নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন। আর নিজের ছবি ও ভিডিও দিয়েই মাতিয়ে রাখেন ৫০ লক্ষেরও বেশি অনুগামীদের।

Alia Bhatt আলিয়া ভাট

সম্প্রতি আলিয়া তার সোশ্যাল মিডিয়াতে কিছু হট ছবি শেয়ার করেছেন। যা দেখে রীতিমত শীতকালের ছুটির দিনে উষ্ণতার পারদ চড়েছে হু হু করে। মোট দুটি ছবি শেয়ার করেছেন আলিয়া ভাট। ছবিতে বিকিনি পরে নীল সমুদ্রের জলরাশির মধ্যে বসে থাকতে দেখা যাচ্ছে আলিয়া ভাটকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥