খবরবিনোদন

অপেক্ষার অবসান! রণবীর আলিয়ার কোল আলো করে এল ফুটফুটে কন্যা সন্তান, মা হওয়ার শুভেচ্ছায় ভাসলো নেটপাড়া

এই দিনটির জন্যই অপেক্ষার করছিল কাপুর এবং ভাট পরিবার। কবে আসবে জুনিয়র কাপুর, তা নিয়ে চলছিল অনেক জল্পনা কল্পনাও। অনেক জায়গায় শোনা গিয়েছিল নভেম্বর মাসের শেষে কিংবা ডিসেম্বর মাসের শুরুতে সন্তানের জন্ম দিতে চলেছেন আলিয়া ভাট (Alia Bhatt)। কিন্তু সময়ের আগেই ৬ নভেম্বর সন্তানের জন্ম দিলেন রণবীর কাপুরের (Ranbir Kapoor) ঘরণী।

আগেই জানা গিয়েছিল, মুম্বইয়ের এইচএন রিল্যায়েন্স হসপিটালে সন্তানের জন্ম দিতে চলেছেন আলিয়া। প্রত্যাশা মতোই রবিবার সকালে সেখানে গিয়ে ভর্তি হন রণবীর ঘরণী। দুপুরের দিকে জানা যায়, কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। রণবীরের দিদি ঋদ্ধিমা নিজে সেই খবরে শিলমোহর দিয়েছেন বলে জানা গিয়েছে।

Alia Bhatt shares pictures from her babyshower ceremony

রবিবার সকালেই স্ত্রী আলিয়াকে নিয়ে হাসপাতালে পৌঁছে যান রণবীর। কিছু ক্ষণ পরেই সেখানে চলে যান দুই তারকার মা সোনি রাজদান এবং নীতু কাপুর। বিভিন্ন সংবাদমাধ্যম মারফৎ জানা গিয়েছে, সি সেকশন করে মেয়ের জন্ম দিয়েছেন আলিয়া। যদিও এখনও অভিনেত্রী নিজে মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেননি।

আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে আলিয়াকে নিয়ে চর্চা চলছিল। অভিনেত্রী হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অপেক্ষার প্রহর গুনছিলেন অনুরাগীরা। কখন খুদের জন্মানোর খবর জানানো হবে, সেই অপেক্ষায় বসেছিলেন তাঁরা। অবশেষে জানানো হয়, ‘রণলিয়া’র ঘর আলো করে জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যা সন্তান। অনেকে আবার হাসপাতালের বাইরেও ভিড় করেছেন কাপুর এবং ভাট পরিবারের তারকাদের এক ঝলক দেখবেন বলে।

Alia Bhatt becames mother of a baby girl Ranbir Kapoor Becames Father

জানিয়ে রাখি, দীর্ঘ সময় ধরে প্রেম করার পর চলতি বছর এপ্রিল মাসে রাজকীয় ভাবে সাত পাক ঘোরেন রণবীর এবং আলিয়া। বিয়ের দু’মাসের মাথাতেই প্রেগন্যান্সির সুখবর ভাগ করে নেন তারকা জুটি। অবশেষে নভেম্বরে মেয়ের জন্ম দিলেন আলিয়া।

অপরদিকে ‘রণলিয়া’ জুটির কাজের দিক থেকে বলা হলে, দু’জনকেই শেষ দেখা গিয়েছিল অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’য়। এরপর আলিয়াকে ‘রকি অউর রানী কি প্রেম কাহিনী’ এবং হলিউড ডেবিউ ‘হার্ট অফ স্টোন’এ দেখা যাবে। এই দুই ছবির শ্যুটিংই হয়ে গিয়েছে। তবে জানা গিয়েছে, সন্তানের জন্মের পর তাঁর সঙ্গে সময় কাটাবেন বলে কাজ থেকে ১ বছরের ব্রেক নেবেন রণবীর এবং আলিয়া।

Back to top button