• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের আগেই ‘খেলা’ হয়ে গেছে! ২মাসের মাথায় আলিয়ার বেবি বাম্প দেখে দাবি নেটিজেনদের, রইল ছবি

বিয়ের দু মাসের মাথাতেই খুশির খবর দিয়েছেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। বিয়ের আড়াই মাসের মধ্যেই অন্তসত্তা (Alia Bhatt Pregnency) হওয়ার কথা জানিয়েছেন তিনি। এমন একটা খবর একেবারেই অপ্রত্যাশিত ছিল সকলের কাছেই। তবে খবর পাওয়ার পর খুশিতে মেতে উঠেছেন সকলেই। রণবীর-আলিয়ার ভক্তরা তাকে অভিনন্দন জানিয়েছেন। সাথে মা হওয়ার জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন আলিয়াকে।

তবে মা হতে চললেও কাজের সাথে আপোষ করতে রাজি নন আলিয়া। অন্তঃসত্ত্বা অবস্থাতেই নিজের ছবির শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। বলিউডের গন্ডি পেরিয়ে হলিউড থেকে ডাক পেয়েছেন অভিনেত্রী। ‘হার্ট অফ স্টোন’ (Heart of Stone) ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে। আর দেখতে দেখতে সেই ছবির শুটিং পর্ব শেষও করে ফেললেন আলিয়া। শুক্রবারই হলিউডের প্রথম ছবির অভিনয়ের কাজ শেষ করলেন তিনি।

   

Alia Bhatt Ranbir Kapoor

এমনিতেই মা হবার খবর প্রকাশ্যে আসার পর থেকে আলিয়া ভাট নেটপাড়ার চর্চার মধ্যমণি হয়ে উঠেছে। তারপর হলিউডের প্রথম ছবি তাও আবার গর্ভে সন্তান নিয়ে শুটিং। সব মিলিয়ে নেটপাড়ায় এখন তাকে নিয়ে চর্চা তুঙ্গে। তবে শুধুই শুটিং বা গর্ভাবস্থা নয় সাথে আরও একটি নতুন বিষয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে। শুটিং ফ্লোর থেকে আলিয়ার বেশ কিছু ছবি ফাঁস হয়েছে ইন্টারনেটে। আর সেই ছবি মুহূর্তে ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্কের।

Alia Bhatt,Ranbir Kapoor,Alia Bhatt Baby Bump,Alia Bhatt Pregnent,Alia Bhatt Shooting,Alia Bhatt shooting while pregnency,আলিয়া ভাট,রণবীর কাপুর,আলিয়া ভাটের বেবিবাম্প,Alia Bhatt hollywood shooting,Alia Bhatt Pregnent before marriage

‘হার্ট অফ স্টোন’ ছবির শুটিং ফ্লোরে আলিয়াকে বেবিবাম্প সহ দেখা গিয়েছে। দেখা যাচ্ছে খাঁকি পোশাক পরে হাতে বন্ধুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। কিন্তু ব্যাপার হল আলিয়ার বেবিবাম্প দেখে নেটিজেনদী একাংশের দাবি বিয়ের পর নয় বরং বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন আলিয়া। তাই তড়িঘড়ি বিয়ে করেছেন দুজনে। এমনকি অনেকেই দাবি করেছেন  আল্ট্রাসোনোগ্রাফির যে ছবিটি ২৭শে জুন শেয়ার করেছেন তিনি সেটি আসলে মাস খানেক পুরোনো।

https://twitter.com/goldencranlia/status/1545422792937586688

প্রসঙ্গত, আলিয়া ভাটের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই রীতিমত হইচই পরে গিয়েছিল নেটমাধ্যমে। একদল যখন ব্যস্ত ছিলেন শুভেচ্ছা জানাতে তখন কিছুজন কবে মা হয়েছেন তিনি সেই চর্চায় ব্যস্ত ছিলেন। অনেকেরই ধারণা ছিল অন্তসত্তাও  হওয়ায় হলিউডের ছবির শুটিং পিছিয়ে দেবেন অভিনেত্রী। তবে তেমন কিছুই হচ্ছে না, ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হওয়া সেটাই ইঙ্গিত করে।

site