পরিচালক এসএস রাজামৌলির সিনেমা আরআরআর-(RRR) এর প্রোটাগনিস্ট জুনিয়র এনটিআর (Junior NTR) এই মুহুর্তে টক অফ দ্য টাউন হয়ে উঠেছেন। RRR মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে তোলপাড় শুরু করে। তার অভিনয় প্রশংসিত হয়েছে সারা দেশেই। এই বিগ বাজেটের ছবিতে রামচরণও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। তবে এবার অন্য কারণে খবরের শিরোনামে জুনিয়র NTR.
RRR এর জনপ্রিয়তার পর কোরাতলা শিভার পরিচালনায় এনটিআর 30 (NTR 30) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা৷ কিন্তু শুরুতেই এই ছবির কাস্টিং নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। জানা গেছে, আলিয়া ভাট এবং শ্রদ্ধা কাপুর জুনিয়র এনটিআর-অভিনীত ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
কথা ছিল এই ছবিতে একই সঙ্গে বলিউডের তাবড় দুই অভিনেত্রী আলিয়া ভাট এবং শ্রদ্ধা কাপুর একত্রে জুটি বাঁধবেন জুনিয়র NTR এর সঙ্গে। কিন্তু কোনোও এক অজ্ঞাত কারণে আলিয়া এই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন, নির্মাতারা পরে শ্রদ্ধার সাথে যোগাযোগ করলে তার গলাতেও একই সুর শোনা যায়। অর্থাৎ তিনিও নারাজ দক্ষিনী অভিনেতার সাথে কাজ করতে৷ আসলে এই মুহুর্তে না চাইতেও একটি অদ্ভুত ঠান্ডা লড়াই চলছে বলিউড এবং দক্ষিণ ইন্ডাস্ট্রির মধ্যে৷
দিন কয়েক আগেই হিন্দি বিতর্কে অজয় দেবগণ এবং কিচ্চা সুদীপের মধ্যেকার বিবাদ প্রকাশ্যে এসেছে। এর জেরেই মনে করা হচ্ছে RRR এর ওটিটি রিলিজের জন্য তৈরি ট্রেলার থেকে বাদ পড়েছেন অজয় আলিয়া৷
এনটিআর 30-এর নির্মাতারা হিন্দি বেল্টে চলচ্চিত্রের নাগাল বাড়ানোর জন্য একজন বলিউডের হেভি কাস্ট অভিনেত্রীকে ব্যবহার করার সিদ্ধান্ত নিচ্ছিলেন। কিন্তু আলিয়া শ্রদ্ধা উভয়েই কার্যত সরে দাঁড়িয়েছেন এই প্রোজেক্ট থেকে৷ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ছবির মোশন পোস্টার যেখানে জুনিয়র NTR বলছেন, “আমি আমার বিরোধীদের ভয় দেখাতে আসছি”। জানা যাচ্ছে, NTR 30 ইউনিট জুলাই মাসেই ছবির শ্যুটিং শুরু করবেন। খুব সম্ভবত, রশ্মিকা মন্দানাকে নায়িকা চরিত্রে দেখা যেতে পারে।