বর্তমানে বলিউডের অন্যতম ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। তরুণ প্রজন্মের যুবকদের মধ্যে অনেকের কাছেই স্বপ্ন সুন্দরী হলেন আলিয়া। বিটাউনের এই মিষ্টি নায়িকার অভিনয় দক্ষতা দিনে দিনে অবাক করে দিচ্ছে দর্শকদের। প্রত্যেকটি চরিত্রের সাথে যে ভাবে একাত্ম হয়ে তিনি অভিনয় করেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সদ্য প্রকাশ্যে এসেছে বলিউডের খ্যাত নামা পরিচালক সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali) পরিচালিত বহু প্রতীক্ষিত সিনেমা ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র ট্রেলার।
সেই ট্রেলারেই সিনেমার মাত্র কয়েক ঝলক দেখেই দর্শকরা নতুন করে প্রেমে পড়েছেন আলিয়া ভাটের অভিনয়ের। কথা বলা, থেকে হাঁটা চলা অভিনেত্রীর সবেতেই ধরা পড়েছে এক তুখোড় অভিনয়ের ছাপ। এই সিনেমায় ভারতের অন্যতম বৃহৎ পতিতালয় অর্থাৎ মহারাষ্ট্রের ‘কামাঠিপুরা’-র ঘটনা তুলে ধরা হয়েছে। এই যৌনপল্লীর সর্দারনির ভূমিকায় দেখা গিয়েছে আলিয়া ভাটকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে গাঙ্গুবাঈ-এর চরিত্রে আলিয়ার হাবভাব,কথা বলা, থেকে সাজ পোশাকও।
এই সিনেমাতেই অভিনেতা অজয় দেবগণকে করিম লালা নামের ক্যামিও চরিত্রে দেখা যাবে। তবে এই প্রথম নয় ইতিপূর্বে একাধিক বয়স্ক সহ অভিনেতাদের সাথে কাজ করেছেন আলিয়া। তা সে ‘ডিয়ার জিন্দেগী’তে শাহরুখ খানের সাথেই হোক কিংবা ‘সড়ক ২’-তে সঞ্জয় দত্ত হোক। তবে এই অসম বয়সী অভিনেতাদের মধ্যে সাথে আলিয়ার সম্পর্কের সমীকরণ টা কিন্তু আলাদা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়ার কাছে জানতে চাওয়া হয়েছিল, অজয় দেবগণের সঙ্গে তাঁর বন্ধুত্বের সমীকরণটা কেমন? তখনই নায়িকা জানান ‘অজয় স্যারের সঙ্গে আমি খুব একটা সময় কাটানোর সুযোগ পাইনি ছবিতে। তাই সেভাবে বন্ধুত্ব গড়ে ওঠার সুযোগটা হয়ে ওঠেনি।’ এরপরেই ওঠে বলিউড বাদশা শাহরুখ খান এবং সঞ্জয় দত্তের প্রসঙ্গ।
তখনই আলিয়া বলেন ‘শাহরুখ খানের সঙ্গে বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমরা শ্যুটিংয়ের বাইরে অনেকটা সময় কাটানোর সুযোগ পেয়েছি, কারণ ছবির প্রোমোশন করেছি। উনি এমন একজন ব্যক্তি যার সঙ্গে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ওনাকে বন্ধু বলাই যায়। কারণ ওনার সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ হয়েছে।’ এরপরেই সঞ্জয় দত্ত প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সঞ্জু একটু আলাদা। উনি আমার সঙ্গে সবসময়ই বাচ্চার মতো আচরণ করেন। কারণ বাবার সঙ্গে ওনার সুসম্পর্ক। উনি আমাকে সবসময়ই বলেন, ওনাকে কাকা বলে ডাকতে। ওনার সেইটাই পছন্দ’।