• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পেটের দায়ে পর্দায় মহিলার সাজ, হেনস্থা হয়েছিল সন্তানেরা! সত্যি সামনে আসতেই কেঁদে ফেললেন আসগর

Published on:

Comedian ali asgar cried in reality show because his childrens were bullied in school

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শোগুলির মধ্যে একটি হল ‘ঝলক দিখলা জা’ (Jhalak Dikhhla Jaa)। এই শোয়ের হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন বহু তারকা। সেই তালিকায় নাম রয়েছে বলি সুন্দরী নোরা ফতেহির নামও। চলতি মাসের শুরু থেকে আরম্ভ হয়েছে ‘ঝলক দিখলা জা’র নতুন সিজন। টিভির দুনিয়ার বহু পরিচিত তারকারা অংশগ্রহণ করেছেন সেখানে। ‘ঝলক দিখলা জা’র মঞ্চে নিজের ডান্স মুভস দেখাচ্ছেন ‘দ্য কপিল শর্মা’ শোয়ের ‘দাদি’ও (Dadi)।

সুপারহিট ‘দ্য কপিল শর্মা’ শোয়ে কপিলের দাদি অর্থাৎ ঠাকুমার চরিত্রে অভিনয় করতেন জনপ্রিয় অভিনেতা আলি আসগর (Ali Asgar)। ‘দাদি’ হিসেবেই পেয়েছিলেন বিপুল জনপ্রিয়তা। তবে এই চরিত্রের জন্যই আলির সন্তানদের শুনতে হয়েছে প্রচুর কটাক্ষ। সম্প্রতি সেই বিষয়ে মুখ খুলে ভেঙে পড়েন আলি।

Ali Asgar

চলতি সপ্তাহে দেখানো হচ্ছে ‘ঝলক দিখলা জা’র ‘ফ্যামিলি উইক’। সেখানে আলির সন্তানেরা তাঁর জন্য একটি বিশেষ ভিডিও বানিয়ে পাঠান। সেই ভিডিওতেই আলির ছেলে নুয়ান এবং মেয়ে আদা জানান, তাঁদের বাবা অভিনয়ের জন্য মেয়ে সাজতেন বলে তাঁদের দু’জনকে স্কুলে প্রচুর কটাক্ষ শুনতে হয়েছে।

নুয়ান এবং আদার এই বিশেষ ভিডিও দেখার পরই সকলের সামনে কান্নায় ভেঙে পড়েন আলি। যা দেখে ‘ঝলক দিখলা জা’র সকল প্রতিযোগী, দর্শক থেকে শুরু করে বিচারক, করণ জোহর, মাধুরী দীক্ষিত, নোরা ফতেহি প্রত্যেকের মন খারাপ হয়ে যায়।

Ali Asgar crying

আলির সন্তানেরা জানান, তাঁদের পিতা যেহেতু অভিনয়ের খাতিরে মহিলা সাজতেন, সেই কারণে তাঁদের ‘টাট্টু বসন্তী’, ‘দাদি কা বেটা’, ‘দাদি কি বেটি’ বলে সম্বোধন করতেন অনেকে। অনেকে এও বলতেন, ‘তোদের তো দু’জন মা রয়েছে’।  তবে নুয়ান এবং আদা জানান, আলি  যেভাবে নিজের কাজের মাধ্যমে দর্শকদের হাসান, তা দেখে তাঁরা গর্বিত বোধ করেন। সেই ভিডিও শেষে খোদ মাধুরী দীক্ষিত বলেন, তিনি আলির জন্য গর্বিত বোধ করেন।

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)

প্রসঙ্গত, ‘দ্য কপিল শর্মা’ শোয়ে দাদি ছাড়াও আরও একটি কমেডি শোয়ে মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন আলি। ‘কমেডি সার্কাস’এ ‘বসন্তী’ নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। টেলিভিশনের দুনিয়ার সেই নামী অভিনেতাই এখন ‘ঝলক দিখলা জা’র মঞ্চে  নিজের নাচের প্রতিভার প্রদর্শন করছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥