• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সারেগামাপা -এর মঞ্চে পুষ্পা সিনেমার সিগনেচার স্টেপ! বাগে আনতে গিয়ে নাজেহাল শ্রীকান্ত আচার্য

Published on:

সারেগামাপা,Saregamapa,আলবার্ট কাবো,Albert Kabo,Pushpa,পুষ্পা,Srevalii Song,শ্রীভাল্লি গান

সুখ দুঃখ কিংবা আনন্দ বেদনা এক মাত্র সপ্তসুরের জাদুই পারে মানব জীবনের সমস্ত অনুভূতিকেই ছুঁয়ে যেতে। তাই গান এমনি জিনিস যা উপভোগ করা যায় যে কোনও পরিস্থিতিতেই। তাই পরিস্থিতি যেমনই হোক সকলের মন ভালো করতে গানের বিকল্প মেলা ভার।

আর এই গানের জগতের নতুন প্রতিবাদের খোঁজে প্রতিবছরের ন্যায় এবছরেও সকলের দীর্ঘ  দিনের অপেক্ষার অবয়সন ঘটিয়ে শুরু হয়েছে জি বাংলার জনপ্রয়িয় মিউজিক রিয়ালিটি শো সারেগামাপা (Saregamapa) এর নতুন সিজেন।প্রসঙ্গত ইদানিং সোশ্যাল মিডিয়ার দৌলতে ‘ভাইরাল’ শব্দটি সকলেরই ভীষণ পরিচিত।

সারেগামাপা,Saregamapa,আলবার্ট কাবো,Albert Kabo,Pushpa,পুষ্পা,Srevalii Song,শ্রীভাল্লি গান

যার ফলে এখন রিয়ালিটি শোয়ের মঞ্চে গান গেয়েও  রাতারাতি ভাইরাল হতে দেখা যায় একাধিক প্রতিযোগীদের। আর প্রতিবারের মতো এবারও জি বাংলার এই মঞ্চে বিচারকদের নজর কেড়েছেন বেশ কয়েকজন প্রতিযোগী।  তাদের মধ্যেই অন্যতম একজন হলেন উত্তরবঙ্গের কালিংপংয়ের বাসিন্দা আলবার্ট কাবো (Albert Kabo)।

সারেগামাপা,Saregamapa,আলবার্ট কাবো,Albert Kabo,Pushpa,পুষ্পা,Srevalii Song,শ্রীভাল্লি গান

গত সপ্তাহের এপিসোড যারা দেখেছেন তারা জানেন পাহাড়ি এলাকার বাসিন্দা আলবার্ট পেশায় একজন টুরিস্ট গাইড। গত সপ্তাহের অডিশন রাউন্ডের পর তিনি এসে পৌঁছেছেন সা রে গা মা পা-র গ্রান্ড প্রিমিয়ারে। এরইমধ্যে চ্যানেল কর্তৃপক্ষের  তরফে এদিন আলবার্ট-এর গানের একটি প্রমো শেয়ার করা হয়েছে। সেখানে তার গলায় শোনা যাচ্ছে সাউথের জনপ্রিয় পুষ্পা (Pushpa) সিনেমার শ্রীভাল্লি গান (Srevalii Song)।

সারেগামাপা,Saregamapa,আলবার্ট কাবো,Albert Kabo,Pushpa,পুষ্পা,Srevalii Song,শ্রীভাল্লি গান

এদিন গানের সাথেই পুষ্পা অভিনেতার সিগনেচার স্টেপও করতে দেখা যায় আলবার্ট কে। তবে  আলবার্ট একা নন এদিনের এই প্রোমোতে তার সাথেই গানের তালে কোমর দুলিয়ে নাচার জন্য মঞ্চে উঠে আসতে দেখা গিয়েছে শ্রীকান্ত আচার্য,রাঘব,শান্তনু,ইমন এবং  সঞ্চালক আবিরকেও।  বিশেষ করে পুষ্পা অভিনেতার সিগনেচার স্টেপ করতে গিয়ে শ্রীকান্ত আচার্যের কান্ড দেখেই হেসেই গড়েছেন সকলে। পাশাপাশি এদিন আলবার্টের গান গাওয়ার সময় স্ক্রিনে একজলক ভেসে উঠতে দেখা গিয়েছে সিনেমার পুষ্পা রাজকেও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥