• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জাতীয় স্তরে বাংলার জয়জয়কার! অ্যালবার্ট কাবোর গান শুনে মুগ্ধ হিন্দি ‘সারেগামাপা’র বিচারকরা

Published on:

Albert Kaboo Lepcha impressed everyone by singing Apna Bana Le in Zee TV SaReGaMaPa

নিজের সুরেলা কণ্ঠের মাধ্যমে গত বছর বাংলা ‘সারেগামাপা’র (SaReGaMaPa) মঞ্চ মাতিয়েছিলেন অ্যালবার্ট কাবো (Albert Kaboo Lepcha)। তাঁর তুখোড় গায়কীতে মজেছিল গোটা রাজ্য। বিচারকরা তো বটেই, দর্শকরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন তাঁকে। অনেকেই ভেবেছিলেন, কাবোই বিজেতা হবেন। কিন্তু তেমনটা হয়নি। অল্পের জন্য খেতাব হাতছাড়া হয় তাঁর এবং বিজয়ীর মুকুট ওঠে পদ্মপলাশের মাথায়।

যদিও তা নিয়ে কম বিতর্ক হয়নি। দর্শকদের একাংশ সোশ্যাল মিডিয়ায় সাফ জানিয়েছিলেন, তাঁদের বিচারে আসল বিজেতা কাবোই। বাংলা কাঁপিয়ে এবার সেই গায়কই পৌঁছে গিয়েছেন হিন্দি ‘সারেগামাপা’র মঞ্চে। নিজের সুরেলা কণ্ঠের মাধ্যমে সেখানেও সবার মন জিতে নিয়েছেন তিনি। সম্প্রতি যেমন কাবোর গলায় রোম্যান্টিক গান শুনে ভূয়সী তারিফ করেন বিচারকরা।

Albert Kaboo Lepcha, Albert Kaboo Lepcha singing Apna Bana Le in Hindi SaReGaMaPa

জি বাংলার (Zee Bangla) ‘সারেগামাপা’ শেষ হওয়ার পর কাবোর জীবন রীতিমতো বদলে যায়। একাধিক শোয়ের ডাক পেয়েছেন তিনি। সেই সঙ্গেই মিউজিক ভিডিও-ও বানিয়েছেন। কর্মজীবনে সবকিছু ঠিকঠাক চললেও গায়কের ব্যক্তিগত জীবনে আচমকাই নেমে আসে শোকের ছায়া। একরত্তি সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে যান কাবো এবং তাঁর স্ত্রী।

আট মাসের মেয়ের প্রয়াণের শোক বুকে নিয়েই এখন হিন্দি ‘সারেগামাপা’র মঞ্চ মাতাচ্ছেন কাবো। জি টিভির (Zee TV) এই রিয়্যালিটি শোয়ের অন্যতম জনপ্রিয় প্রতিযোগী তিনি। প্রত্যেক সপ্তাহে নিজের গায়কীর মাধ্যমে বিচারক এবং দর্শকদের মুগ্ধ করে দিচ্ছেন এই বঙ্গ তনয়। সদ্য যেমন ‘ভেড়িয়া’ ছবির ‘আপনা বানালে’ (Apna Bana Le) গানটি গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

Albert Kaboo Lepcha and Anu Malik, Albert Kaboo Lepcha in Hindi SaReGaMaPa

জি টিভির ‘সারেগামাপা’র সাম্প্রতিক পর্বে কাবোকে বরুণ ধাওয়ান, কৃতি শ্যাননের ছবির গানটি গাইতে দেখা যায়। অরিজিৎ সিংয়ের গাওয়া এই গানকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন তিনি। কাবোর পারফরম্যান্স শেষ হওয়ার পর হিমেশ রেশমিয়া সহ সকল বিচারক উঠে দাঁড়িয়ে হাততালি দেন।

শুধু তাই নয়, শোয়ের অন্যতম বিচারক অনু মালিক এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি নিজের আসন ছেড়ে সোজা স্টেজে চলে আসেন। কাবোর এই পারফরম্যান্স দেখে এখন থেকেই অনেকে বলছেন, তিনি চলতি বছরের বিজেতা হওয়ার অন্যতম দাবিদার। বাংলা ‘সারেগামাপা’য় অল্পের জন্য খেতাব হাতছাড়া হলেও, জাতীয় স্তরে কাবো জিততে পারেন কিনা এবার সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥