• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অক্ষয়-পুত্র আরভ মন দিয়েছেন বিখ্যাত এই বলি-অভিনেত্রীকে! তাকে নিয়ে যেতে চান ডেটেও

Published on:

বলিউড (Bollywood) অভিনেতা অক্ষয় কুমারের (Akshay kumar) জনপ্রিয়তা যত দিন যাচ্ছে ততই যেন বাড়ছে। তার স্ত্রী টুইঙ্কেল খান্নাও (Twinkle khanna) যথেষ্ট জনপ্রিয়। এমনকি অক্ষয় পুত্র আরভও (Aarav) বলিমহলে যথেষ্ট পরিচিত।

বলিউডের খিলাড়ী অক্ষয় পুত্রের ক্রাশ হলেন ওয়ান অ্যান্ড অনলি আলিয়া ভাট। তার গ্ল্যামার, কিউটনেস, অভিনয়, হাসির জন্য ফিদা অনেকেই। আর এই সবেতেই মন মজেছে অক্ষয়পুত্রের। আলিয়াকে আরভ খুবই ভালোবাসে, অভিনেত্রীর অভিনয়ের অন্ধ ভক্ত সে। আলিয়ার স্টাইলে সে মুগ্ধ আর তাইই আলিয়ার প্রতি আকৃষ্ট সে।

অক্ষয় পুত্র আরভ এখানেই থেমে থাকেননি।তিনি আরও বলেছেন, তিনিও ডেটে নিয়ে যেতে চাম বলিউডের বাবলি গার্ল আলিয়াকে। অলিয়া হলেন সেই বলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম যারা খুব অল্প সময়ের মধ্যেই অনেক চলচ্চিত্র হিট দিয়েছেন। এবং বেশ নাম অর্জন করেছে।

কিন্তু, বলিউডের এই বাবলি গার্ল কাপুর পরিবারের হ্যান্ডসাম তারকা রণবীর কাপুরকে ডেটিং করছেন। এবং খুব শীঘ্রই বিয়েও করতে চলেছেন তারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥