• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বচ্চন পান্ডে মুক্তি পাওয়ার আগেই বিপদ! খুব কাছের মানুষকে হারিয়ে শোকে পাথর অক্ষয় কুমার

২০২০ সালটা আমাদের জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে। কারোর স্বপ্ন, কারোর আনন্দ, কারোর প্রিয়জন অনেক কিছুই হারিয়েছে সকলে। আর তার মধ্যে করোনার মতো ভয়ানক মহামারী গোটা বছরটাকে যেন দুর্বিসহ করে তুলেছিল। বিশ সালটা সত্যিই যেন সবার জীবনে বিষ ঢেলে দিয়েছিল। আর তাই সকলেই নতুন বছরের অপেক্ষায় ছিল। কিন্তু, ২০২১ সালেও যেমন  মর্মান্তিক ঘটনা কম ঘটেনি , তেমনই ২০২২ সালের শুরুতেও অনেকেই হারিয়ে গিয়েছেন।

এবার অভিনেতা অক্ষয় কুমারের পরিবারে নেমে এলো শোকের ছায়া। খুব কাছের এক সঙ্গীকে হারিয়েছেন অক্ষয়। দীর্ঘ ১২ বছর ধরে অভিনেতার সঙ্গী হয়েছিল তার পিসি কুকুর ক্লিও। টুইটারে এদিন তার অত্যন্ত প্রিয় পোষ্যের মৃত্য সংবাদ জানিয়ে অক্ষয় লিখেছেন ,‘আমাদের হৃদয়ের একটা অংশ আজ তুমি নিয়ে চলে গেলে। শান্তিতে থেকো, ক্লিও। তোমার কথা খুব মনে পড়বে ।’

   

 

 

View this post on Instagram

 

A post shared by Twinkle Khanna (@twinklerkhanna)

অক্ষয়ের মতোই মন ভারাক্রান্ত অক্ষয় পত্নী টুইঙ্কেল খান্নারও। সন্তানসম সেই পোষ্যের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে টুইঙ্কল লেখেন , ‘ আমাদের ক্লিও আর নেই। ও আমাদের সাথে সুখে দুঃখে ১২ টা বছর কাটিয়ে দিয়েছে। জানি না, কী ভাবে একই সঙ্গে আমার মনটা এত ফাঁকা আবার ভারাক্রান্ত লাগছে। শুধু জানি, এ রকমই অনুভূতি হচ্ছে।’

আসলে অভিনেতা অভিনেত্রীদের এই ব্যস্ত জীবনে খুব গুটিকয়েক মানুষ আর তাদের প্রায় পোষ্যই অনেকটা জায়গা জুড়ে থাকে। তাই তাকিয়ে হারিয়ে খুব স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছে অক্ষয়ের পরিবার। অক্ষয়ের নতুন ছবি মুক্তির আগেই বড়সড় একটা মনখারাপি ঘিরে ধরল তাকে।  চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা অক্ষয় কুমারের নতুন ছবি ‘বচ্চন পাণ্ডে ‘. এদিকে ক্লিওর জন্য শোক প্রকাশ করেছেন সোনা্লি বেন্দ্রে, ববি দেওল, অমৃতা অরোরা এবং ডাব্বু রত্নানির মতো তারকারা।