• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নাম পাল্টেও বিন্দুমাত্র লাভ হলো না! সব প্রচার ব্যর্থ,অক্ষয়ের লক্ষ্মী খুবই হতাশাজনক, দাবি নেটিজেনদের

Published on:

কথায় আছে খাজনার চেয়ে বাজনা বেশি। অসংখ্য ঝড় ঝাপটার পর অবশেষে ৯ই নভেম্বর ডিজনি হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অক্ষয়ের বহু প্রতীক্ষিত ছবি ‘লক্ষ্মী’ (Laxmi) । কিয়ারা আদভানি (Kiara advani) ও অক্ষয় (Akshay kumar) অভিনীত এই ছবি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল নেট দুনিয়ায়৷ কিন্তু ছবি মুক্তির পর রীতিমতো হতাশ দর্শককূল। ছবি ঘিরে যে প্রত্যাশা বা উন্মাদনা তৈরি হয়েছিল তাতে কার্যত জল ঢেলে দিয়েছে অক্ষয়ের সিনেমা ‘লক্ষ্মী’।

https://twitter.com/iam_aakritistic/status/1325888209100791808?ref

‘লক্ষ্মী’র হাত ধরেও ঘরে এলোনা লক্ষ্মী। IMDB – রেটিং-এ লক্ষ্মীর ফল একেবারেই চোখে দেখার মতো নয়। এই রেটিং-এ লক্ষ্মী ১০ এর মধ্যে পেয়েছে মোটে ২.৫। ট্রেড অ্যানালিস্ট এই ছবিকে বলেছেন, ‘হতাশাজনক’। অক্ষয় কুমারের অভিনয় থেকে চোখ ফেরানো যায়নি একথা ঠিক,কিন্তু এক হাতে তো আর তালি বাজে না। সিনেমার চিত্রনাট্য যুতসই না হওয়ায় পুরো সিনেমাই মাঠে মারা গেছে।

মুক্তির পর এমন যে হতে পারে তার পূর্বাভাস যদিও আগেই পাওয়া গেছিল। ইউটিউবে ‘লক্ষ্মী’র ট্রেলার বা গানে লাইক ও ডিসলাইকের সংখ্যা প্রকাশ্যেই আনা হয়নি। নেটজনতার ক্ষোভের মুখে পড়ে সিনেমা মুক্তির আগেই ছবি নির্মাতাদের তড়িঘড়ি বদলাতে হয়েছে নাম। ‘লক্ষ্মী বোম্ব’ থেকে নাম দেওয়া হয়েছিল ‘লক্ষ্মী’। হিন্দু নেটবাসীর একাংশের দাবি ছিল হিন্দু দেবী লক্ষ্মীর অবমাননা করা হয়েছে এই সিনেমায়, মুক্তির আগে থেকেই তাই সিনেমা বয়কটের ডাক ও পড়ে। তাই সবমিলিয়ে অক্ষয়ের এবছরটা যে সুখের হলনা তা বলাই বাহুল্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥