বছর বছর কত নতুন সিনেমা আসে আর যায়। কিন্তু এমন কিছু সিনেমা থাকে যা দর্শকদের মনের মধ্যে ছাপ রেখে যায় চিরকালের জন্য। হিন্দি সিনেমা জগতের এমনই একটি জনপ্রিয় সিনেমা হল ‘হে বেবি’ (Hey Baby)। অক্ষয় কুমার (Akshay Kumar) বিদ্যা বালন (Vidya Balan) অভিনীত দমফাটা হাসির এই সিনেমাটির কথা নিশ্চই মনে আছে সেনিপ্রেমীদের।
মনে থাকাটাই স্বাভাবিক।সেই সময় বেশ জনপ্রিয় হয়েছিল এই সিনেমার ‘হে বেবি’ গান টিও। এই সিনেমায় অক্ষয় কুমার আর বিদ্যা বালানের একরত্তি মেয়ে অ্যাঞ্জেলের ভূমিকায় অভিনয় করেছিলেন জুয়ানা সাংঘভি। একেবারে পুতুলের মত দেখতে সেই কিউট বেবি নিমেষে মন ছুঁয়েছিল দর্শকদের।
মাত্র ১৬ মাস বয়সে এই সিনেমায় অভিনয় করেছিলেন জুয়ানা। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অক্ষয় কুমার এবং বিদ্যা বালনের অনস্ক্রিন মেয়ের বর্তমান সময়ের ছবি। স্বাভাবিকভাবেই সময়ের সাথেই বড় হয়ে উঠেছেন জুয়াননা। এখন আর সেই গোলুমোলু কিউট দুধের শিশু নেই সে।
বর্তমানে জুয়ানা ১৭ বছরের তরুণী। তাই চিনতে একটু সময় লাগলেও তার মিষ্টি হাসি, গালের টোল দেখে নিমেষে মনে পড়ে যায় সিনেমার সেই কিউট বেবির কথা। এতদিন পর এই খুদে শিল্পীর ছবি দেখার পর নেটিজেনরা চাইছেন জুয়ানা খুব শিগগিরই পা রাখুক বলিউডে। আবার কাজ করুক অক্ষয় কুমারের সাথে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে জুয়ানার বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে সকলেই ভালোবাসা জানিয়েছেন তরুণীকে। তবে সিনেমার সেই বেবি অ্যাঞ্জেল এখন বেশ বড়। তাই তাকে এখন চেনাই দায় হয়ে পড়েছে। তাই জুয়ানার ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন লিখেছিলেন – ‘এই একই মেয়ে, কবে এত বড় হল’। আরেকজন লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না’।